২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে হত্যায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

-

বাংলাদেশে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে যেসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তাতে আনুন্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর । বুধবার পররাষ্ট্র দফতরের মূখপাত্র হেথার নৌর্ট এক বার্তায় এই উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে উল্লেখ করে হেথার নৌর্ট বলেন, দেশ জুড়ে মাধক বিরোধী অভিযানে বাংলাদেমের আইনশৃংখলা বাহিনীর হাতে মে থেকে এ পর্যন্ত প্রায় ১৪৭ জন নিহত হয়েছেন , আটক করা হয়েছে প্রায় ২১ হাজার জনকে । আমরা এ ধরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আমরা প্রত্যেকটি বিচারবহির্ভূত হত্যাকান্ডের পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্চ তদন্তের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছি। যদিও অবৈধ মাদকদ্রব্য পৃথিবী জুড়েই রয়েছে, তা স্বত্ত্বেও বাংলাদেশকে আইনশৃংখলা রক্ষায় মানবাধিকারকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদের আচরণ আন্তর্জাতিক মানের ও বাংলাদেশের নিজস্ব সংবিধানের সহিত সামঞ্জস্যপূর্ন হতে হবে। যাতে অন্তর্ভূক্ত রয়েছে নির্দোষতার ধারণা ও যথাযথ পক্রিয়া অনুসরণের পদ্ধতি। বিবৃতিতে আরো আশা করা হয়, বাংলাদেশ পরিপূর্ণভাবে মানবাধিকারের বাধ্যবাধকতা পালনে বদ্ধপরিকর থাকবে।


আরো সংবাদ



premium cement