২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : শরফুদ্দিনের জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

কাজী কামালকে চিকিৎসা দেয়ার নির্দেশ
-

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন হাইকোর্ট।

আজ বুধবার জামিন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আবেদনের ওপর শুনানির পর এ আদেশ দেন।

অপরদিকে একই মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের চিকিৎসায় (অপারেশন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে তিনি নিজ খরচে প্রাইভেট মেডিকেলে অপারেশন করাতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।

আদালতে শরফুদ্দিনের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী আহসান উল্লাহ। আর কাজী সালিমুল হক কামালের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এ বিষয়ে এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, শরফুদ্দিনের জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন হাইকোর্ট। এছাড়া কাজী সালিমুল হক কামালের চিকিৎসায় (অপারেশন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল যদি মনে করে তাহলে তিনি নিজ খরচে প্রাইভেট মেডিকেলে অপারেশন করাতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।

এর আগে ২৩ মে কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামালের জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছিলেন হাইকোর্ট।

এ মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়াসহ ছয়জনের মধ্যে কারাবন্দি তিনজনেরই আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

এছাড়া গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে নিম্ন আদালতের সাজা বাতিল চেয়ে আপিল আবেদন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অপর চার আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।


আরো সংবাদ



premium cement