১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আজ মেলামুখী মানুষের স্রোত নামবে

সিপিডির বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন : নয়া দিগন্ত -

রাজধানীতে আজ মেলামুখী মানুষের স্রোত নামবে। ভাষাশহীদদের প্রতি শোক-শ্রদ্ধা জানাতে প্রথমে শহীদ মিনার, তারপর সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ রাপান্তর হবে মানব মোহনায়। বাঙালির জীবনে শোকে বিহ্বল, গৌরবে দীপ্ত এক অনন্য দিন আজ। মানব ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় ভাষাশহীদরা মায়ের ভাষার অধিকার রায় বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে। তাই চেতনার মেলায় সাদা-কালো পোশাকে সর্বস্তরের মানুষ তাদের আপন মনে সময় কাটাবেন।
এর আগে ভোর থেকে সারা দিন কেউ মালা হাতে, কেউ সুদৃশ্য পুষ্পস্তবক নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন শহীদ মিনারের দিকে। থাকবে কালো ব্যানার, কালো ব্যাজ। খালি পায়ে উঠবেন শহীদ মিনারের বেদিতে। এরপর যাত্রা করবেন বইমেলায়।
আজ অমর একুশে গ্রন্থমেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। এর আগে সকাল সাড়ে ৭টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি রুবী রহমান। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও সাম্প্রতিক উন্নয়ন প্রসঙ্গ শীর্ষক একুশে বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১৪৩টি। বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আবুল কাসেম রচিত বঙ্গবন্ধু ও চা শিল্প শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন দীপংকর মোহান্ত। আলোচনায় অংশগ্রহণ করেন মেসবাহ কামাল ও মোকারম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।
প্রাবন্ধিক বলেন, জাতীয়তাবাদী ও জনমুক্তির নেতা হিসেবে বঙ্গবন্ধুর অন্তরের গহিনে অবহেলিত চা-শ্রমিকদের দীর্ঘশ্বাসের স্পন্দন প্রতিধ্বনি হতে শোনা যায় নানাভাবে। ১৯৫৬ সালে চা-শ্রমিকদের হাত ধরে তিনি প্রথম বলেছিলেন, ‘তোমাদের সকল দুঃখের খবরই রাখি। এসব দুঃখ দূর করবার জন্য আমরা খুবই চেষ্টা করিব।’ আবার বঙ্গবন্ধু পূর্ববঙ্গের শিল্পোন্নয়নে উদার নীতিমালার অংশ হিসেবে চা শিল্প ও ব্যবস্থাপনার আধুনিকায়নে অল্প সময়ে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার অবদান যথাযথ মূল্যায়িত হয়েছে গবেষক আবুল কাসেমের বঙ্গবন্ধু ও চা শিল্প গ্রন্থে।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মাসুদুজ্জামান, রঞ্জনা বিশ্বাস, মাজুল হাসান এবং মঈনুল হাসান। ছড়াপাঠের আসরে ছড়া পাঠ করেন ছড়াকার আখতার হুসেন, ফারুক নওয়াজ, সুজন বড়–য়া, খালেক বিন জয়েনউদ্দিন, মাহমুদউল্লাহ এবং সৈয়দ আল ফারুক।
মেলায় এসেছে হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-রূপময় ‘বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ’ বইটির লেখক মো: শিহাবউদ্দীন ভূঁইয়া, প্রকাশনায় দি ইউনিভার্সেল একাডেমি। ইসলামী বই ‘রাসুল (স.)-এর বাণীতে মক্কার মর্যাদা’, ড. তালাল বিন মুহাম্মদ আবুন নূর এর এ বইটি অনুবাদ করেছেন ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বইটির প্রকাশক ‘মম প্রকাশ’। জাকির আবু জাফরের কবিতার বই ‘নিজস্ব মৌনতার আসর’ প্রকাশক ‘বইপুস্তক প্রকাশনী’। রিয়াজ চৌধুরীর ‘মৃত্যু থেকেই জন্ম আমার’। বইটি প্রকাশ করেছে ছায়াবীথি। ‘আমার একটা তুমি চাই’ কবিতা সমগ্রÑ লেখক সংবাদ উপস্থাপক, চলচ্চিত্র নির্মাতা ও অভিনয় শিল্পী লোপা হোসেইন, বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেন্স। মারিয়া সালামের বই ‘সময়ের কাছে’। প্রকাশ করেছে কাশফুল। আইরীন নিয়াজী মান্নার ‘ভিড়াল্লার বুড়ি মা’। প্রকাশক পদক্ষেপ। চায়না দর্শনÑ লেখক বাংলা ভিশনের সিনিয়র কূটনৈতিক রিপোর্টার ইমরুল কায়েস। প্রকাশনায় দি ইউনিভার্সেল একাডেমি।

 


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল