২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রেস ক্লাব লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার

-

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেস ক্লাবের কবি শামসুর রাহমান লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অব:) শামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব প্রবীণ সাংবাদিক হারুন হাবীব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, রিয়াজ উদ্দিন আহমদ, হাসান শাহরিয়ার, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংবাদ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান মহাসচিব শাবান মাহমুদ, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, জাকারিয়া কাজল, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
এর আগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। মুক্তিযুদ্ধের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন লাইব্রেরি উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, ক্লাবের নবীন-প্রবীণ সদস্যসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement