২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

অন্যান্য স্থানে প্রাণহানি আরো ৬
-

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। দেশের অন্যান্য স্থানে দুর্ঘটনায় আরো ছয়জন নিহত হন।
গোপালগঞ্জ সংবাদদাতা জানান, গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ইঞ্জিনচালিত ভ্যানের দু’জন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এর পরই বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে সড়কটি আধঘণ্টা অবরোধ করে রাখেন।
দুর্ঘটনায় নিহত হন কাশিয়ানী উপজেলার শঙ্করপাশা গ্রামের মৃত আয়েন উদ্দিন সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৬০)। তিনি পেশায় ভ্যানচালক। আরেকজন ওই ভ্যানের যাত্রী সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে রাজমিস্ত্রি মঞ্জুর সরদার (৩৮)। এ সময় ভ্যানযাত্রী মঞ্জুর সরদারের ছেলে হৃদয় সরদার (১৫) আহত হয়।
গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান ডুমদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানযাত্রী মঞ্জুর সরদার নিহত হয়। হাসপাতালে নেয়ার পর ভ্যানচালক আব্দুল মান্নান মারা যান। মঞ্জুরের ছেলে হৃদয়কে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ স্থানীয়দের সাথে কথা বললে তারা অবরোধ তুলে নেন। ঘাতক কাভার্ড ভ্যানটি বিজয়পাশা থেকে আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকশাদ মিয়া (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আকশা পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। সে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বামেরচর গ্রামের আতিক মিয়ার ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে ধর্মপাশাগামী একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে সে। এলাকাবাসী তাকে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছে। এ সময় সিএনজির আরো কয়েক যাত্রী আহত হয়। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মোহাম্মদ আল-আমিন (৩৫) ও কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রামের বিগন রবিদাস (২৭)।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরের আগ্রাবাদ লাকি প্লাজার সামনে গতকাল বিকেলে বাসচাপায় স্বপ্না বড়ুয়া ( ৫২) নামে এক নারী নিহত হয়েছেন। স্বপ্না ফটিকছড়ি থানার ফতেয়াপুর ইউনিয়নের দিলীপ বড়ুয়ার স্ত্রী। ডবলমুরিং থানার এসআই মো: খায়ের নয়া দিগন্তকে বলেন, স্বপ্না প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হলে দুর্ঘটনার শিকার হন। লাকী প্লাজার আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ৯ মিনিটে একটি বাস স্বপ্নাকে চাপা দিয়ে চলে যায়।
বরিশাল ব্যুরো জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া নামক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন খান বাদল (৭০) নিহত হয়েছেন। বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে মারা যায়। বাদল খান পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুলের বড় ভাই।
টঙ্গী সংবাদদাতা জানান, টঙ্গীতে গতকাল ট্রাকচাপায় অজ্ঞাত অটোরিকশাচালক (৩০) নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জানা যায়, টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকায় গতকাল সকালে ঢাকাগামী দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন এর চালক। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে।


আরো সংবাদ



premium cement

সকল