২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাঁদানে গ্যাসেও অবিচল সাংবাদিক

-

নির্বাচনে কারচুপির অভিযোগে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। তার পর থেকেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভের খবর করতে গিয়েছিলেন আল জাজিরার টিভি সাংবাদিক তেরেসা বো। রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে (পিটুসি) কথা বলার সময় তার মুখে কাঁদানে গ্যাস ছোড়ে সেখানকার পুলিশ। কিন্তু তাতে নিজের কাজ থামিয়ে দেননি তিনি। এক হাতে চোখ চেপে ধরে, অন্য হাতে বুম নিয়েই পিটুসি দিতে থাকেন তিনি। অন্য কারো ক্যামেরায় ধারণ করা সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই সাংবাদিকের কর্তব্যনিষ্ঠায় মোহিত নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ। ওই ভিডিওতে দেখা যায়, তেরেসা বোয়ের মুখে কাঁদানে গ্যাস ছুড়ে চলে যায় এক পুলিশকর্মী। সাথে সাথে নিজের বাঁ-হাত দিয়ে চোখ চেপে ধরেন তিনি। ডান হাতে বুম। ওই অবস্থাতেই তিনি বলে চলেন, আমরাই একমাত্র রাস্তায় দাঁড়িয়ে রিপোর্টিং করছি। দেখাচ্ছি, কী ঘটছে এখানে। দেখাচ্ছি বলিভিয়ার পুলিশ কী রকম আচরণ করছে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement