২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শৈলকুপার হাটবাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ

-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়ি পেঁয়াজ। এতে কিছুটা হলেও কমতে শুরু করেছে পুরাতন পেঁয়াজের দাম। চাষিরা বলছেন, একদিকে যেমন ফলন ভালো। অন্য দিকে বাজারে বাড়তি চাহিদার কারণে দামও বেশি। এতে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি কর্মকর্তাদের আশা, এবার দেড়-দুই গুণ লাভ গুনতে পারবেন চাষিরা।
কৃষকরা পাতাসহ মুড়ি পেঁয়াজ তুলতে ব্যস্ত। কয়েক দিন ধরে পেঁয়াজের চড়া বাজারদরের কারণে তারা আগেভাগেই তুলতে শুরু করেছেন পাতাসহ পেঁয়াজ। এতে নতুন পেঁয়াজের যেমন বেশি দাম পাচ্ছেন চাষিরা, তেমনি কমছে পেঁয়াজের বাজারদর। শৈলকুপা উপজেলার ভাটই বাজার শেখপাড়া বাজার হাটফাজিলপুর বাজার ও থানা সদর বাজারসহ বিভিন্ন হাটবাজারে নতুন পেঁয়াজ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুন্ডু জানান, এ বছর এ উপজেলায় ৭৫ হেক্টর জমিতে মুড়ি পেঁয়াজের চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। বাড়তি দামের কারণে অন্যান্য বারের তুলনায় এবার বেশি লাভবান হবেন কৃষকরা।
পেঁয়াজ রোপণের পর তুলতে সময় লাগে ৪৫ দিন। তবে বাড়তি মুনাফার আশায় কেউ কেউ ৩০-৩৫ দিনেই তুলে ফেলছেন পেঁয়াজ।
এ ছাড়াও এ বছরে ৬৩৫০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা বীজতলায় পেঁয়াজের বীজ ফেলতে শুরু করেছেন।

 


আরো সংবাদ



premium cement