২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চাটমোহর শাহী মসজিদের নির্মাতা মাসুম খাঁ কাবুলি অনন্য স্থাপত্য

-

বাংলাদেশের প্রাচীন মসজিদের মধ্যে পাবনা জেলার চাটমোহর শাহী মসজিদ একটি। ১৫৮১ খ্রিষ্টাব্দে মাসুম খাঁ কাবুলি নামে সম্রাট আকবরের একজন সেনাপতি এই মসজিদটি নির্মাণ করেন। চাটমোহর শাহী মসজিদ নামে সর্বাধিক পরিচিত এই মসজিদটি ইতিহাসের বইপত্রে মাসুম খাঁ কাবুলির মসজিদ নামেই উল্লিখিত হয়েছে। এটি চাটমোহর উপজেলা শহর থেকে আনুমানিক ২০০ গজ দূরত্বে অবস্থিত। বাংলাদেশের প্রতœতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যেই এই মসজিদটি অন্যতম।
উইকিপিডিয়া সূত্রে জানা যায়, চাটমোহর শাহী মসজিদটি কালের বিবর্তনে এক সময় ক্ষয়প্রাপ্ত হয়। ১৯৮০ এর দশকে বাংলাদেশ প্রতœতাত্ত্বিক অধিদফতর মসজিদটির অবকাঠামো ঠিক রেখে নতুনভাবে নির্মাণ করে। এটি একটি প্রতœতাত্ত্বিক স্থান। মসজিদটি সংস্কারের সময় এর অভ্যন্তরে একটি তুঘরা লিপিতে উৎকীর্ণ একটি ফারসি শিলালিপি পাওয়া যায়। সেটি রাজশাহী বরেন্দ্র জাদুঘরে সংরক্ষিত আছে। চাটমোহর এক সময় মোগল পাঠানদের অবাধ বিচরণভূমি এবং অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা ছিল। মাসুম কাবুলি খাঁ এই এলাকা শাসনকালে মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটির ভেতরের দৈর্ঘ্য ৩৪ হাত, প্রস্থ ১৫ হাত এবং উচ্চতা ৩০ হাত। ক্ষুদ্র পাতলা নকশা খচিত লাল জাফরি ইটে মসজিদটি নির্মিত হয়েছে। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির সামনে ইদারার গায়ে কালেমা তাইয়্যেবা লিখিত এক খণ্ড কালো পাথর আজো শোভিত আছে। মসজিদ অভ্যন্তরে মেহরাবের চারদিকে ইটের কারুকাজ লক্ষণীয়। ফলকে খোদাইকৃত পার্সি অক্ষরে মসজিদ নির্মাণের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। প্রতিদিন বহু পর্যটক মসজিদটি দেখতে সেখানে ভিড় করেন।


আরো সংবাদ



premium cement