১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বিভিন্ন স্থানে নিহত ৮

-

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ভালুকায় গতকাল কাভার্ডভ্যান চাপায় হাফিজুল ইসলাম (৫২) নামে এক বেকারি ব্যবসায়ী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বেকারি ব্যবসায়ী হাফিজুল ইসলাম চালকসহ ভ্যানগাড়িতে মালামাল নিয়ে বাইসাইকেল চালিয়ে দোকানে দোকানে বেকারি সামগ্রী সরবরাহ করছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় অলটাইম কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪০২৪) তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাফিজুল ইসলামকে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাফিজুল ইসলাম টাঈাইল জেলার গোপালপুর উপজেলার বাদাই গ্রামের মোবারক আলীর ছেলে।
ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ জালাল জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের বলদিয়া পুকুর নামক স্থানে যাত্রীবাহী পাগলু উল্টে শাহানাজ বেগম মলি (৩৯) নামে একজন মাদরাসাশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ শিক্ষিকা আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহনাজের মৃত্যু হয়।
নিহত শাহনাজ বেগম মলি রুহিয়া উম্মুল মুমেনিন হজরত খাদিজাতুল কোবরা (রহ:) বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা ছিলেন।
তিনি সকালে পাগলু গাড়িতে করে ঠাকুরগাঁও শহরের ভাড়া বাসা হতে রুহিয়ায় কর্মস্থলে যাচ্ছিলেন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে জহুরা বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত রোববার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা শখের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম মহিষভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মো: শখের আলীর স্ত্রী।
মাগুরা সংবাদদাতা জানান, মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের চৌগাছি উপজেলার চন্দ্রপাড়া গ্রামের তোফায়েল শেখের ছেলে।
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
নিহতের নাম মো: রাজিব (১৮)। তিনি পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাহেব পাড়া গ্রামের সাধন মিয়ার ছেলে। আহত দুইজন একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো: আলি আকবর (১৮) ও সোহরাবের ছেলে মো: সোলায়মান (১৯)।
দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে ধলেশ্বরী নদীর উপর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে কেদারপুর নামক স্থানে।
সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার মোড় সংলগ্ন রব্বানিয়া মাদরাসার সামনে গতকাল দুপুরে সিএনজিচালিত অটোরিকশা চাপায় কৃষক আবু তাহের (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল আবছার (৩২) নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আবছার দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া আব্দুর রাজ্জাক বাড়ির মো: আবদুল মতিনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদারনয়া দিগন্তকে জানান, নুরুল আবছারকে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের রওশন আরা (৫২) নামের এক নার্স নিহত হয়েছেন। গতকাল দুপুরে শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ নার্সি ট্রেনিং ইনস্টিটিউটে যাওয়ার পথে দ্রুতগতির সিএনজিতে বসা অবস্থায় একটি দোকানের টিনের আঘাতে তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement