২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে ঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ, দুর্ভোগ

-

ফিটনেসবিহীন গাড়ি চালানো এবং গন্তব্যে না গিয়ে মাঝপথে ইউটার্ন করায় ভ্রাম্যমাণ আদালতে চালক-মালিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগরীতে হঠাৎ করে গণপরিবহন চালানো বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এর ফলে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
এর আগে গত রোববার দুপুরে নগরীর বহদ্দারহাটে ফিটনেস না থাকায় মাঝপথে ইউটার্ন করায় ১০ নম্বর রুটের একটি বাসের মালিক মনির হোসেনকে ১৫ দিন, চালক শামীম উদ্দিন ও হেলপার মোহাম্মদ আলমগীরকে এক মাস করে কারাদণ্ড দেন বিআরটিএ ম্যাজিস্ট্রেট মনজুরুল হক।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে বাস, মিনিবাস, হিউম্যান হলার চালানো বন্ধ রেখেছেন চালকরা। তবে অল্পকিছু সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো চলতে দেখা গেছে।
পূর্ব ঘোষণা ছাড়া এ ধর্মঘটের ফলে নগরীর ষোলশহর দুই নাম্বার গেইট, জিইসি মোড়, টাইগার পাস, আগ্রাবাদ, স্টেশন রোড, নিউ মার্কেট, আন্দরকিল্লা, এনায়েত বাজার, ওয়াসার মোড়, বহদ্দরহাট ও কাজীর দেউড়িতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায় বাসের জন্য। দুপুরের পর কিছু কিছু মিনিবাস রাস্তায় নামলেও তারা যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করে।
এ প্রসঙ্গে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল নয়া দিগন্তকে বলেন, ম্যাজিস্ট্রেট জরিমানার বদলে মালিক, চালক ও হেলপারকে কারাদণ্ড দিয়েছেন। এ জন্য ভীত হয়ে গাড়ির মালিকরা বাস-মিনিবাসসহ অন্যান্য পরিবহন সকাল থেকে বের করছে না। তবে ধর্মঘটের বিষয়ে আমাদেও কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেই।
চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ বন্দও জোনের উপকমিশনার তারেক আহমেদ বলেন, আমরা গণপরিবহনের মালিকদের অনুরোধ করেছিলাম তারা যাতে রাস্তা থেকে গাড়ি উঠিয়ে না নেয়। কিন্তু তারা গাড়ি চালাচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement
শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ

সকল