২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘টিকটক’ ভিডিওতে ভোটের প্রচার!

-

সময়ের কাজ করতে হয় সময়েই। নইলে চলমান যুগ থেকে উপকৃত হবে কিভাবে? প্রযুক্তির এ যুগে এমনই এক পদ্ধতি ‘টিকটক’। এটাকে এতদিন নিছক মজা করার ভিডিও হিসেবেই নেয়া হয়েছে। কিন্তু কানাডার এক শিখ প্রার্থী তার নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছেন এ টিকটক ভিডিওকে। গতকাল অনুষ্ঠিত কানাডার সাধারণ নির্বাচনের আগে প্রচারণা চালাতে নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিৎ সিংহ টিকটককে ব্যবহার করেছেন ভালোভাবেই। তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য তিনি এ পদ্ধতি অবলম্বন করেন। জগমিৎ নির্বাচনে জয়ী হতে তরুণদের কাছে পৌঁছানোকে অগ্রাধিকার দিয়েছেন, যা অন্য রাজনৈতিক নেতারা ভাবেননি। নির্বাচনের এক সপ্তাহ আগে ১৫ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে নিজের প্রচারের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে র্যাপের আশ্রয় নেন তিনি। পরে ভাইরাল হয়ে যায় সে ভিডিও। এক সপ্তাহতেই ‘ভিউ’ গিয়ে পৌঁছে ৩০ লাখে!
জগমিৎ সিংহ বলেন, টিকটক ভিডিওর মাধ্যমে তিনি তার প্রচারের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। তরুণ ভোটাররা তাকে জানিয়েছিলেন, তারা রাজনৈতিক নেতা এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণকারীদের দ্বারা অবহেলিত। সে কারণেই তিনি তার প্রচারকার্যের একটা বড় অংশ রাখেন তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement