২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গজারিয়া ও চরভদ্রাসনে ৩ জন নিহত

-

মুন্সীগঞ্জের গজারিয়ায় ও ফরিদপুরের চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরায় গতকাল সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ চাঁদপুর জেলার হাজীগঞ্জ ইছাপুরা গ্রামের মো: মোস্তফার ছেলে জাকির হোসেন (২৪) এবং একই স্থানের মো: মান্নানের ছেলে মিরাজ (১৮)।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, চাঁদপুরগামী দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহতাবস্থায় দুই আরোহীকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাকির মারা যান উন্নত চিকিৎসার জন্য মিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।
ফরিদপুর সংবাদদাতা জানান, ফরিদপুরে মোটরসাইকেলে চাপা পড়ে নিহত হয়েছেন হাজেরা বেগম (৬৮) নামে এক বৃদ্ধা। গতকাল সকালে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক রায়হান ব্যাপারী (১৮)। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজেরা বেগম গাজীরটেক গ্রামের মৃত শেখ মোহরের স্ত্রী। অপর দিকে রায়হান ব্যাপারী ওই একই গ্রামের আজহার ব্যাপারীর ছেলে। রায়হান চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হাজেরা বেগম সড়কের পাশে বসে পাটের আশ ছাড়াচ্ছিলেন। ওই সময় ফরিদপুরগামী ওই মোটরসাইকেলটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে চাপা দিয়ে সড়কের পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখারুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় হাজেরা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত রায়হানকে এলাকাবাসী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


আরো সংবাদ



premium cement
বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের রোববার থেকে স্কুল খোলা : শনিবারও চলবে ক্লাস যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ

সকল