১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন নেই অমিত শাহকে মুখ্যমন্ত্রী মমতা

-

পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রতীক্ষিত এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। এ দিকে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া ১৯ লাখ মানুষের মধ্যে ১২ লাখই হিন্দু। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক এই বিষয়টিকেই বড় সমস্যা বলে তুলে ধরেছেন অমিত শাহর কাছে। সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন নেই। বৈঠক থেকে বেরিয়ে সেই বিষয়টি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি একটা চিঠি দিয়েছি। তাতে দাবি জানিয়েছি, ‘এনআরসিতে আসামে ১৯ লাখ মানুষের নাম বাদ গিয়েছে। যেখানে বাংলা ভাষী, হিন্দিভাষীদের পাশাপাশি গোর্খারাও আছে। তাদের আবার একবার সুযোগ দেয়া হোক। তারা কোথায় যাবেন? কী করবেন? স্বাধীন ভারতে নতুন করে যেন কাউকে পরাধীন না হতে হয় সেই বিষয়টিও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’ মমতার কথার পরিপ্রেক্ষিতে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই মমতা বলেন, শুধু অসম নয়, পশ্চিমবঙ্গে যাতে এনআরসি না হয় সেই বিষয়টিও জানিয়ে দিয়েছি। আর তা ছাড়া পশ্চিমবঙ্গে এনআরসি হবে এমন কথা তো উনি বলেননি। আমি বলেছি আমাদের ওখানে এনআরসির প্রয়োজন নেই। বিহারের নীতিশ কুমারও বলেছেন সে রাজ্যে এনআরসির প্রয়োজন নেই। তার সংযোজন, আমার বিশ্বাস উনি ইতিবাচক ভূমিকা নেবেন।

 


আরো সংবাদ



premium cement