২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হেলথ টিপস : দাঁতে ব্যথা হলে করণীয়

-

দাঁত ব্যথা যে কত যন্ত্রণাদায়ক তা ভুক্তভোগীই জানে। দাঁত ও মাড়ির কিছু সমস্যার কারণে দাঁতে ব্যথা হতে পারে। কারণগুলোর মধ্যে রয়েছে ক্যাভিটি, মাড়ির সমস্যা, দাঁতে ইনফেকশন, দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁতের গোঁড়া আলগা হয়ে যাওয়া ইত্যাদি। ঘরোয়া উপায়ে দাঁত ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে কয়েকটি উপায় আছে। যেমন দাঁত ব্যথা উপশমের একটি উপায় হলো পেয়ারা পাতা। দুই-তিনটি কচি পেয়ারা পাতা পরিষ্কার পানিতে ধুয়ে মুখে নিয়ে চিবাতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ব্যথার কিছুটা হলেও উপশম হয়েছে। ব্যথার মাত্রা তীব্র হলে পেয়ারা পাতা চিবানোর পাশাপাশি আরেকটি কাজ করতে হবে। কয়েকটি পেয়ারা পাতা খানিকটা পানিতে নিয়ে সিদ্ধ করতে হবে। এর পর ঠাণ্ডা করে ওই পানি দিয়ে কুলকুচা করতে হবে।
দাঁত ব্যথা উপশমের দ্বিতীয় উপায়টি হলো পেঁয়াজের ব্যবহার। পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক উপাদান দাঁতের জীবাণু নষ্ট করে ফেলতে পারে। এ জন্য প্রথমে দাঁতের ব্যথার জায়গাটা খুঁজে বের করতে হবে। এবার একটি পেঁয়াজ আক্রান্ত ওই জায়গার কাছাকাছি নিয়ে চিবাতে হবে। চিবাতে কষ্ট হলে পেঁয়াজটি কেটে আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখতে হবে। দাঁত ব্যথা উপশমের তৃতীয় পদ্ধতি হলো রসুনের ব্যবহার। রসুনের এন্টিবায়োটিক ও অন্যান্য স্বাস্থ্যকর উপাদান দাঁতের সংক্রমণজনিত ব্যথায় দারুণ কাজ করে। একটি রসুন ভেঙে তাতে কিছুটা লবণ মাখিয়ে আক্রান্ত দাঁতের গোড়ায় লাগিয়ে রাখতে হবে। এতে ব্যথার ভালো উপশম হবে। হালকা গরম পানিতে কিছুটা পরিমাণ লবণ গুলিয়ে ওই পানি দিয়ে কুলকুচা করলেও দাঁত ব্যথায় কিছুটা স্বস্তি পাওয়া যায়। কারণ গরম লবণ পানির সংস্পর্শে এসে দাঁতের টিস্যুগুলো সচল হয় এবং দাঁতের জীবাণু তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement