২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় থানায় ধষর্ণের শিকার নারীর মাদক মামলায় জামিন হয়নি

-

খুলনার জিআরপি থানা হাজতে পুলিশের গণধর্ষণের শিকার তিন সন্তানের মায়ের (৩০) বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় তাকে জামিন দেননি আদালত। গতকাল রোববার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট নয়ন সরকারের আদালতে তার জামিনের আবেদন করা হয়।
গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে খুলনা রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা ওই গৃবধূকে মোবাইল চুরির অভিযোগে আটক করে। অবশ্য জিআরপি পুলিশের দাবি, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের একটি বগি থেকে ওই নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়। পরে গভীর রাতে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্য তাকে ধর্ষণ করে। পরদিন ৩ আগস্ট তাকে ৫ বোতল ফেন্সিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ফুলতলায় প্রেরণ করা হয়।
গত ৪ আগস্ট আদালতে জামিন শুনানিকালে জিআরপি থানায় গণধর্ষণের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন তিনি। এ ঘটনায় পুলিশের দুটি তদন্ত কমিটি কাজ করছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত খুলনা জিআরপি (রেলওয়ে) থানার ওসি উছমান গণি পাঠান ও উপ-পরিদর্শক নাজমুল হাসানকে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ছাড়া গণধর্ষণের শিকার নারী গত ৯ আগস্ট ওসি ওছমান গনি পাঠানসহ ৫ পুলিশের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা দায়ের করেন।
অপর দিকে থানা হাজতে গণধর্ষণের ঘটনায় পুলিশের দুটি তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের জন্য গত ১৩ আগস্ট আরো ১৫ দিন সময় চেয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, ওই নারীর বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আদালত জামিন দেননি। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল