২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জামিন না দেয়াকে কেন্দ্র করে আদালতে হট্টগোল

-

জামিন না দেয়াকে কেন্দ্র করে আদালতে হট্টগোলের সৃষ্টি হয়েছে। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান রুচির কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, যৌতুকের মামলায় চারজন আসামি তারা সবাই হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেয়। গতকাল জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন চাওয়া হয়। আদালত ২ নম্বর আসামি ব্যতীত সব আসামিকে জামিন দেন। কিন্তু ২ নম্বর আসামি শহিদুল ইসলাম শহীদকে জামিন দেয়নি। এ ব্যাপারে আদালতে পুনর্বিবেচনার জন্য আবেদন দেয়া হয়। অতঃপর আমি আদালতকে বলি এ মামলায় ১ নম্বর আসামিকে জামিন দেন ২ নম্বর আসামি সহযোগী তাকে জামিন দেয়া প্রয়োজন। ১ নম্বর আসামিকে জামিন দিলেন ২ নম্বর আসামি কী অপরাধ করছে যে কারণে তাকে জামিন দেবেন না। এ নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। আদালত এজলাস ত্যাগ করেন। খাস কামড়ায় চলে যান। পড়ে আদালতের ভেতরে থাকা আইনজীবীরা ব্যাপক হট্টগোলের সৃষ্টি করেন। এ সংবাদ পেয়ে ঢাকা আইনজীবীর সভাপতি গাজী শাহ আলম তালুকদার বার কাউন্সিলের কাজী নজিবুল্লাহ হিরু ওই আদালতে বিশেষ পিপি আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ খাস কামড়ায় ঢোকেন। এ ব্যাপারে স্পেশাল পিপি অরেঞ্জ বলেন আমরা বিচারক খাস কামড়ায় তখন ধুড়–ম ধুড়–ম শব্দ শুনতে পাই অতঃপর বিষয়টি আইন মন্ত্রণালয়ে জানালে বেলা আড়াইটার দিকে ওই আসামিকে জামিন দেয়া হয়। তিনি আরো বলেন এই মামলার বাদি মরিয়ম আক্তার মুমু সে আদালতে উপস্থিত থেকে এই সব আসামির জামিনের বিষয় আপত্তি দেয়। আদালত ২ নম্বর আসামি শহিদুল ইসলাম শহিদ ব্যতীত সব জামিন মঞ্জুর করেন। এরপরই এই ঘটনা ঘটে।

 


আরো সংবাদ



premium cement