২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হেলথ টিপস : এলার্জি প্রতিকারে

-

এলার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগীই জানেন। এই এলার্জি প্রতিকারের জন্য খুব কার্যকরী একটি উপায় আছে। এ জন্য এক কেজি নিমপাতা রোধে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো নিমপাতা ব্লেন্ডারে গুঁড়ো করে একটি কৌটায় রেখে দিন। এবার এক চা-চামচ ইসবগুলের ভুসি এবং অর্ধ চা-চামচ নিমপাতার গুঁড়ো এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। এর সাথে সম্ভব হলে এক চা-চামচ আপেল সিডার ভিনেগার নিতে পারেন।
আধা ঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নেড়ে ওই পানিটুকু পান করুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার সময় সেবন করতে হবে। তিন সপ্তাহ একটানা এভাবে প্রতিদিন তিন গ্লাস করে সেবন করতে পারলে শরীরে এর কার্যকারীতা শুরু হবে। এক মাস পর দেখা যাবে যেসব খাবারে আপনার এলার্জি ছিল সেসব খাবার খুব সহজেই খেতে পারছেন আপনি। এলার্জির আর কোনো লক্ষণ দেখা দেবে না। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement