২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রোহিঙ্গা সঙ্কট নিরসনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে জাতিসঙ্ঘ : গুতেরেস

-

রোহিঙ্গা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এ সঙ্কট নিরসনে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে বৈঠকে মহাসচিব এ কথা জানান। গত বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো জোরালো সহায়তা চান। এ বিষয়ে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। মহাসচিব গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের উদারতা ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
বিশ্বব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার বিষয়ে জাতিসঙ্ঘ ও জাতিসঙ্ঘের মহাসচিবের অংশগ্রহণ, উপস্থিতি ও সম্পৃক্ততার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশন এসব বিষয়ে যে অনুষ্ঠানমালার আয়োজন করবে তাতে অংশগ্রহণের জন্য মহাসচিবকে বিশেষ আমন্ত্রণ জানান ড. মোমেন।


আরো সংবাদ



premium cement