২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সুলতানি আমলের স্মৃতিবিজড়িত বারো দুয়ারি মসজিদ অনন্য স্থাপত্য

-

সুলতানি আমলের নিদর্শন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বারো দুয়ারি মসজিদ। প্রাচীন আমলের এ মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে বারোটি দরজা তাই ঐতিহাসিকভাবে এটি বারো দুয়ারি মসজিদ নামে খ্যাত। শেরপুর জেলা থেকে ৭ মাইল উত্তর-পশ্চিমে শ্রীবরদী থানার পূর্ব দিকে গড়জরিপা ইউনিয়নে এর অবস্থান।
এককালে ব্রহ্মপুত্র নদের উত্তরাঞ্চলীয় ভূভাগ শেরপুরসহ গারো পাহাড় সন্নিহিত এলাকার মানকেন্দ্র ছিল গড়জরিপা। কথিত আছে, কামরূপের রাজার রাজ্য গড়জরিপার শাসক ছিলেন দলিপ সামন্ত। এখানে তার রাজধানী ছিল। রাজধানীর প্রধান দুর্গটি খুবই নিরাপদ ছিল বলেই মনে হয়। মাটির তৈরি দুর্গের ভেতরে ৭টি বেষ্টনী ছিল। বর্তমানে মাটির দুর্গের চিহ্ন না থাকলেও ধ্বংসাবশেষ এবং এখানে-ওখানে মাটির ঢিবি দেখতে পাওয়া যায়। অন্য মতে, মুসলিম আমলেই দুর্গটি নির্মিত হয়েছিল। জরিপ শাহ্ ফকির ছিলেন গড়জরিপার শাসক। তার নামানুসারেই গড়জরিপা নাম হয়েছে। এখানে বাংলার সুলতান সাইফউদ্দিন ফিরোজ শাহের (১৪৮৬-৮৯) একটি শিলালিপি পাওয়া গেছে। তার আমলেই দুর্গটি নির্মিত হয়েছিল বলে প্রাপ্ত শিলালিপি থেকে প্রমাণিত হয়।
বারো দুয়ারি মসজিদের নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ কথা নিশ্চিত যে, মুসলিম শাসন প্রতিষ্ঠা হলেই এখানে মসজিদটি নির্মাণ করা হয়। ইংরেজ আমলে এক প্রাকৃতিক দুর্যোগের ফলে মসজিদটি মাটি চাপা পড়লে অনেকদিন এর খোঁজ পাওয়া যায়নি। চাপাপড়া মসজিদের ওপর বিশাল এক বৃক্ষ দীর্ঘদিন শাখা-প্রশাখা বিস্তার করে দাঁড়িয়েছিল। এ কারণে এর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এ মসজিদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র।
জামালপুরের শরীফপুর ইউনিয়নের পিঙ্গলহাটির কুতুবগঞ্জ হাক্কানি দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আজিজ অনেক বছর চেষ্টার পর এ মসজিদ ফের আবিষ্কার করেন। ১৯৬০ সালের দিকে মাওলানা আব্দুল আজিজ শেরপুর জেলার শ্রীবরদীতে ভূমিজরিপ কার্যালয়ে পিএলএ পদে চাকরি করতেন। এ জন্য তিনি পিএলএ মাওলানা নামে পরিচিত ছিলেন। তিনি শ্রীবরদীতে চাকরির সুবাদে মাঝে মধ্যে গড়জরিপা আসতেন বারো দুয়ারি মসজিদের খোঁজে। কয়েক যুগ আগে এক ঘূর্ণিঝড়ে বটগাছটি ভেঙে উপড়ে গেলে সেখানে একটি মসজিদ দৃষ্টিগোচর হয়।
এ সংবাদ পেয়ে আব্দুল আজিজ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বটগাছ কেটে ঝোপ-জঙ্গল পরিষ্কার করে মাটি খোঁড়া শুরু করেন। অবশেষে মাটির নিচে একটি মসজিদের ভগ্নাবশেষ দৃষ্টিগোচর হয় যা ছিল বহু প্রত্যাশিত বারো দুয়ারি মসজিদ। কিন্তু ১০ ফুট খনন করলে চার দিকে পানি ও কাদামাটি বের হতে থাকে। পরে খননকাজ বন্ধ রাখা হয়। এর ফলে প্রাচীন মসজিদটি উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে বারো দুয়ারি ও মসজিদের সাবেক ভিটির ওপর ১২টি দরজা তিনটি গম্বুজবিশিষ্ট নতুন মসজিদ নির্মাণ করা হয়। আগের মতোই নবনির্মিত বারো দুয়ারি মসজিদের সামনে ৯টি, দক্ষিণে, দু’টি উত্তরে একটিসহ মোট ১২টি দরজা রয়েছে। অপরূপ নকশা ও কারুকার্য খচিত মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক লোক আসেন।
বর্তমানে মসজিদটির বর্ধিত অংশ আধুনিকায়ন, দ্বিতল ভবন ও শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। মসজিদের প্রবেশমুখে সংযোজন করা হয়েছে নতুন ডিজাইনের নান্দনিক ১২টি দরজা। শেরপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্য বারো দুয়ারি মসজিদের বেশ সুনাম রয়েছে। দূর-দূরান্তের অনেক পর্যটকের পদচারণায় মুখরিত হয় এ পবিত্র স্থানটি।


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল