২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন একে পার্টির প্রার্থীর পরাজয়

-

তুরস্কের ইস্তাম্বুল নগরীর মেয়র পদে গতকাল রোববারের পুনর্র্নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ইকরাম ইমামোগলু ৫৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। মিডল ইস্ট আইয়ের খবরে এ তথ্য জানা গেছে। ইয়ানি শাফাকের খবরে জানা গেছে, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির মেয়রপ্রার্থী বিনালি ইলদিরিম পরাজয় মেনে নিয়ে ইকরামকে অভিনন্দন জানিয়েছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী ইকরাম ৫৩ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন। আর দেশটির প্রেসিডেন্ট এরদোগানের ঘনিষ্ঠ মিত্র বিনালি পেয়েছেন ৪৫ দশমিক ৩৭ শতাংশ ভোট।
পুনর্র্নির্বাচনে ৯৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে। বিনালি ইলদিরিম জানিয়েছেন, নির্বাচনের ফল অনুসারে আমার প্রতিদ্ব›দ্বী ইকরাম এগিয়ে রয়েছেন। তাকে শুভেচ্ছা জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement