১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

এলপি গ্যাসের দাম নির্ধারণে বিইআরসির পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

-

এলপি গ্যাসের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে বিইআরসিকে এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্য দিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
এ বিষয়ে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ২০১৬ সালে একটি রিট দায়ের করা হয়েছিল। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পদক্ষেপ জানতে চান। কিন্তু এরপর প্রায় তিন বছর কেটে গেলেও বিইআরসি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপ সম্পর্কে আদালতকে জানায়নি। তাই আজ হাইকোর্টে আরেকটি আবেদন করে বিইআরসি মূল্য নির্ধারণে কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয়। শুনানি নিয়ে আদালত বিইআরসিকে আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে লিখিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।


আরো সংবাদ



premium cement