১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

১৬ দফা দাবিতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিসি কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
ছাত্র ধর্মঘট চলাকালে বুয়েট শিক্ষার্থীদের সমাবেশ :নয়া দিগন্ত -

নতুন ছাত্রকল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) অপসারণসহ ১৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। টানা চতুর্থ দিনের আন্দোলনের মধ্যে পূর্ব ঘোষণার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: সাইদুর রহমানের কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন তারা।
আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যাচ ১৫-এর পক্ষ থেকে বলা হয়, আমাদের দাবিগুলো যৌক্তিক হলেও কর্তৃপক্ষ আমাদের গুরুত্ব দিচ্ছেন না। প্রশাসনও নীরব! দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলোÑ বুয়েট গেটের জন্য সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করতে হবে ও ডিজাইনের জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করার অফিসিয়াল নোটিশ দিতে হবে, বিতর্কিত নতুন ডিএসডব্লিউকে (ছাত্রকল্যাণ পরিচালক) অপসারণ করে ছাত্রবান্ধব ডিএসডব্লিউ নিয়োগ দিতে হবে, ছাত্রী হলের নাম ‘সাবেকুন নাহার সনি হল’ হিসেবে নামকরণ করতে হবে, ১০৮ ক্রেডিট অর্জনের পর ডাবল সাপ্লি দেয়ার যে পদ্ধতি গত টার্মে চালু হয়েছিল সেটা পুনর্বহাল রাখতে হবে, আবাসিক হলগুলোর অবকাঠামোগত যেসব কাজ ভিসি অফিসে আটকে আছে সেটা ক্লিয়ার করতে হবে, সিয়াম-সাইফ সুইমিংপুল কমপ্লেক্স স্থাপনের জন্য ভিসির সাইনে নোটিশ দিতে হবে, নির্মাণাধীন টিএসসি ভবন ও নেম ভবনের কাজ শুরু করতে হবে, নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম চালু করতে হবে, বুয়েটের যাবতীয় লেনদেনের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অফিসিয়াল উদ্যোগ নিতে হবে, নির্বিচারে ক্যাম্পাসের গাছ কাটা বন্ধ করতে হবে, কেন গাছ কাটা হয়েছে সেটার ব্যাখ্যা দিতে হবে, যতগুলো গাছ কাটা হয়েছে তার দ্বিগুণ গাছ ভিসিকে উপস্থিত থেকে লাগাতে হবে, গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক মেইল আইডি দিতে হবে, বুয়েট ওয়াইফাই আধুনিকায়ন করতে হবে, ব্যায়ামাগার আধুনিকায়ন করতে হবে, বুয়েট মাঠের উন্নয়ন করতে হবে এবং পরীক্ষার খাতায় রোলের পরিবর্তে কোড সিস্টেম চালু করতে হবে।
আন্দোলনের আহ্বায়ক বুয়েটের মেকানিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র হাসান সরোয়ার সৈকত বলেন, আমরা দাবিদাওয়া নিয়ে ভিসি স্যারের সঙ্গে অনেকবার সাক্ষাৎ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি সাড়া দেননি। প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে চার দিন ধরে তিনি অনুপস্থিত। বিভিন্ন সময় এসব দাবিতে আমরা স্যারদের কাছে দাবি জানালেও বারবার আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, শুধু আশ্বাসে নয়, যৌক্তিক দাবি বাস্তবায়নে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে চার দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি নিয়ে প্রশাসনের সঙ্গে বারবার সাক্ষাতের চেষ্টা করেছি। বুয়েটের সর্বস্তরের শিক্ষার্থীরা আন্দোলনে সমর্থন দিয়ে যুক্ত হয়েছেন। শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে দাবি নিয়ে আলোচনার চেষ্টাও চালিয়ে যাওয়া হবে। তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শিক্ষার্থীরা ১৬ দফা দাবি আদায়ে ১৫ জুন থেকে আন্দোলন শুরু করে। বিষয়টির সামাধান হয়ে যাবে আশ্বাস দেয়া হলেও পরে তার সুরাহা না হওয়ায় গতকাল শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামেন বলেন শিক্ষার্থীদের সূত্রে জানা যায়।

 


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল