২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রবাসীসহ নিহত ৪, আহত ২

-

কুমিল্লার চৌদ্দগ্রাম, মাগুরার মহম্মদপুর এবং দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ চারজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
কুমিল্লা ও চৌদ্দগ্রাম সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় বাহরাইন প্রবাসীসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেনÑ মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মৃত আবদুর রহমান প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে প্রবাসী আইয়ুব আলী (৩৮) ও একই গ্রামের মৃত আফতাব উদ্দিন মাস্টারের ছেলে সিরাজ মিয়া (৬৮)। গতকাল সকাল সাড়ে ১০টায় চৌদ্দগ্রাম-ক্ষিরণশাল আঞ্চলিক সড়কের যাত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাটি ক্ষিরণশাল এলাকা থেকে বাজারে যাওয়ার পথে যাত্রাপুরে ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি পিকআপের পেছনে জোরে ধাক্কা দিলে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন প্রবাসী আইয়ুব আলী। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিরাজ মিয়া নামে আরো একজন মারা যান। আহত অন্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতরা সিএনজি অটোরিকশার যাত্রী।
মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার কলেজপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আশরাফুল শেখ (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল বোয়ালমারী উপজেলার বেলজানি গ্রামের মানিক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় ফুফু বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মহম্মদপুর বাজারে ফিরছিলেন আশরাফুল। পথে একটি ট্রাক ধাক্কা দেয় আশরাফুলকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক ডা: কাজী আবু আহসান তাকে মৃত ঘোষণা করেন। মহম্মদপুর থানার ওসি মো: রবিউল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
দিনাজপুর সংবাদদাতা জানান, দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হামিদ হাসান হিমু (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বাদ জোহর এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী। গত সোমবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনায় নিহত হিমু দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকার আসলাম হোসেনের ছেলে। তিনি কেবিএম কলেজের বিবিএ শেষবর্ষের ছাত্র। আহতরা হলেনÑ একই শহরের বালুবাড়ী এলাকার কৃষ্ণ রায়ের ছেলে ছিলন রায় (২৩) ও আব্দুর রহিমের ছেলে ইমন ইসলাম (১৮)। জানা যায়, গতকাল বিকেলে জেলা শহর থেকে মোটরসাইকেলে করে ওই তিন যুবক সদর উপজেলার মোহনপুর রাবার ড্যামে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়ী বাজারে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হিমু নিহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


আরো সংবাদ



premium cement
ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত

সকল