২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাড়তি খরচের অনুমোদন পেল ৩৪ মন্ত্রণালয় ও বিভাগ সংসদে সম্পূরক বাজেট পাস

-

সংসদে গতকাল ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়েছে। এতে ৩৪টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা বাড়তি খরচের অনুমোদন দেয়া হয়েছে। এরই মধ্য দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে নিট চার লাখ ৪২ হাজার ৫২৮ কোটি টাকা।
নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন ২০১৯ নামে একটি বিল উত্থাপন ও পাসের মধ্য দিয়ে সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়া সম্পন্ন হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতাজনিত অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি সংসদে উত্থাপন ও পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
অর্থমন্ত্রীর পক্ষে গতকাল সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর তুলে ধরা তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে গ্রস বরাদ্দ পাঁচ লাখ ৪৯ হাজার ৬৫২ কোটি টাকা এবং নিট বরাদ্দ চার লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় অন্যান্য বিভাগ ও প্রতিষ্ঠানের অনুকূলে নিট চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ৩৪টি মন্ত্রণালয়ে অথবা বিভােেগর গ্রস বরাদ্দ ১৫ হাজার ১৬৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের গ্রস বরাদ্দ ৩৬ হাজার ৩৪৮ কোটি টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে নিট ২২ হাজার ৩৩ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে নিট চার লাখ ৪২ হাজার ৫২৮ কোটি টাকা। ৩৪টি মন্ত্রণালয় বা বিভাগের বিপরীতে সম্পূরক মঞ্জুরি ও বরাদ্দের দাবি ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকার মধ্যে দায়যুক্ত ব্যয় এক হাজার ১১৯ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় ১৪ হাজার ৪৭ কোটি টাকা।
বিল পাসের আগে ৩৪টি অতিরিক্ত মঞ্জুর দাবির ওপর ছয়জন সংসদ সদস্য দুই শতাধিক ছাঁটাই প্রস্তাব দিলেও স্পিকার চারটি দাবির ওপর আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনার সুযোগ দেন।
অতিরিক্ত বরাদ্দে সর্বাধিক দুই হাজার ৪৪৭কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়কে বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে। এরপরই রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে এক হাজার ৬০৪ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।
নির্ধারিত চারটি দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মো: ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, পীর ফজলুর রহমান, ডা: রুস্তম আলী ফরাজী ও রওশন আরা মান্নান এবং বিএনপির মো: হারুনুর রশীদ ও গণফোরামের মোকাব্বির খান।
জননিরাপত্তা খাত : জননিরাপত্তা বিভাগে ৬৭৪ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দের বিরোধিতা করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, এখনো ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন চলছে। মানুষ নিরাপত্তাহীনতায় আছে। আরো খরচ করে হলেও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক দমনসহ নানা ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী দক্ষতার সাথে কাজ করছে। হত্যা-ধর্ষণসহ অপরাধের সাথে জড়িতদের তারা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ

সকল