১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হেলথ টিপস : পাইলস চিকিৎসায় পাকা পেঁপে

-

কোষ্ঠকাঠিন্য বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে পাইলস হওয়ার আশঙ্কা থাকে। পাইলস মারাত্মক এক সমস্যা। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে এক অব্যর্থ ফল পাকা পেঁপে। এমনটাই মনে করেন আয়ুর্বেদিক চিকিৎসকেরা।
পাকা পেঁপেতে থাকে এক ধরনের এনজাইম, যার নাম প্যাপেইন। এই এনজাইম হজমে অতি সহায়ক। যেকোনো জটিল খাবারও সহজে হজম করে দিতে পারে প্যাপেইন। যে কারণে গোশত রান্না করতে অনেক বাবুর্চি পেঁপে ব্যবহার করেন। এতে গোশত তাড়াতাড়ি সেদ্ধ হয়। পেঁপেতে আরো আছে প্রচুর ফাইবার ও পানি। এই প্যাপেইন, ফাইবার ও পানির মিশ্রণই কোষ্ঠকাঠিন্য ও পেটের অ্যাসিডিটি দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। পেঁপেতে থাকে আরো একটি জরুরি উপকারী উপাদান, যার নাম কোলিন। এই উপাদানটি শরীরের পেশীর সঙ্কোচন, প্রসারণে সাহায্য করে। পাশাপাশি স্নায়ুতন্ত্রের কার্যকারিতাও বাড়িয়ে দেয় কোলিন। পাইলস বা অ্যানাল হেমারয়েডের সমস্যা দূর করতে আমাদের শরীরের স্নায়ুতন্ত্রেরও ভূমিকা রয়েছে। এর ফলে অ্যানাল মাসলের সঙ্কোচন, প্রসারণ ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য সহজে সেরে যায়। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement