২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মিরসরাইয়ে বাইকের বেপরোয়া গতি কেড়ে নিলো তিন বন্ধুর প্রাণ

-

চট্টগ্রামের মিরসরাইয়ে বাইকের বেপরোয়ায় গতির কারণে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আরো দুইজন নিহত হয়।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু যাচ্ছিলেন মাত্র দুই কিলোমিটার অদূরের মিরসরাই সদরে। পথে গতি হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। বাকিজনও হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে একজনের মাথার খুলিও আলাদা হয়ে পড়েছিল রাস্তায়। শনিবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর ডাকবাংলোর সামনে।
নিহতরা হলেন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়া পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো: রাকিব হোসেন (১৯), একই গ্রামের মো: শফিউল আলমের ছেলে মো: তারেক হোসেন (১৯) ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আন্দারমানিক গ্রামের মো: মাহবুবুল হকের ছেলে মো: রিফাত হোসেন (২০)।
মিরসরাই থানার এসআই দিনেশ দাশ গুপ্ত জানান, ঘটনার পরপর পুলিশ হতাহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। আহত তারেককে চমেক হাসপাতালে পাঠানো হলে পথে মারা যায় বলে খবর পেয়েছি। নিহত অন্য দুইজনের লাশ থানায় আনা হয়েছে এবং তাদের স্বজনদের কাছে দেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, নানী বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল মাহিমা (৮)। গজারিয়া বালুয়াকান্দি স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রীর প্রাণ অকালে ঝরে গেল। গত শনিবার দুপুরে মা নাসিমা আক্তার, খালা হাসিনা আক্তারের সাথে মুগরাপাড়া ঈদবাজারে যাওয়ার জন্য বালুয়াকান্দি সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল মাহিমা। কভার ভ্যানের ঘাতক ড্রাইভার মাহিমাকে পিসে দিয়ে সামনে একটি পাম্পে গাড়ি রেখে গাড়ির কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। কভার ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে যাচ্ছিল। মেঘনা ব্রিজ থেকে এক কিলোমিটার দূরে শিকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মামা দ্বীন ইসলাম জানান, ঈদের জামা-কাপড় ক্রয় করার জন্য সোনারগাঁও মুগরাপাড়া বাজারে যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন তারা।
মামা দ্বীন ইসলাম বাদি হয়ে আজ্ঞাত আসামি করে গজারিয়া থানায় একটি মামলা করেছেন।
ভবেরচর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম জানান, ড্রাইভারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ফরিদপুর সংবাদদাতা জানান, জেলার মধুখালীতে একটি বালুভর্তি ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন আনুমানিক ৫০ বছর বয়স্ক অজ্ঞাত এক নারী। গতকাল রোববার বিকেলে মধুখালী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। তখন সড়কের ফরিদপুরের দিক থেকে কামারখালীর দিকে যাওয়া একটি বালুভর্তি ট্রলি ওই নারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম বলেন, বালুভর্তি ট্রলিটি পুলিশ জব্দ করেছে। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্ত করাসহ এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল