২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তিন জেলায় নিহত ৩

-

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় জাহিদুর রহমান রায়হান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের আতাউল্লাহ্র ছেলে জাহিদুর রহমান রায়হান মোটরসাইকেল চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সৌখিন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৯৫৭) মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রায়হান সিটকে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান।
রংপুর অফিস জানায়, রংপুর মহানগরীর বাহারকাছনায় ট্রলির ধাক্কায় হাবিব (৯) নামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টায় হাবিব কোচিং থেকে ফেরার পথে ট্রলিটি তাকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, সকালে ঝাকুয়াটারির ডেকোরেটর শ্রমিক রফিকুল ইসলামের ছেলে হাবিব কোচিং করার জন্য বাহার কাছনায় যায়। কোচিং শেষে ফেরার পথে বাহার কাছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দ্রুদগামী বালুভর্তি ট্রলি হাবিবকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। হাবিব ওই স্কুলের তৃতীয় বর্ষের ছাত্র। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিটি আটক করলেও চালককে আটক করতে পারে নি।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালু ভর্তি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো: আলমগীর হোসেন (১৩) নামের ৭ম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সিন্দুরখাঁন ইউনিয়নের খারিজ্জমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র সিক্কা গ্রামের আব্দুল হকের ছেলে এবং হুগলিয়া হাজী মনছব উল্ল্যা দ্বি পাক্ষিক উচ্ছ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, আলমগীর বাই সাইকেল চালিয়ে সিন্দুরখান বাজার থেকে নিজ বাড়ি সিক্কা যাচ্ছিল। পথে খারিজ্জমা এলাকায় পৌঁছতেই দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement