১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`
আজ সাক্ষাৎকার শুরু

ডিসি নিয়োগের ফিটলিস্টে দুই ব্যাচের ১২০ কর্মকর্তা

-

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য যোগ্য জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিতে ফিট লিস্ট তৈরির কাজ শুরু করেছে সরকার। নতুন এ তালিকা করতে ১২০ জন উপসচিবকে চিঠি দেয়া হয়েছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ডিসি ফিট লিস্টের মৌখিক পরীক্ষা হবে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে তার কক্ষে এই সাক্ষাৎকার নেয়া হবে। সম্প্রতি ভাইভায় অংশ নিতে একটি নোটিশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ৬০ জন উপসচিবের ভাইভা নেয়া হবে। আগামিকাল অন্য ৬০ জনের ভাইভা হবে। এবার ডিসি ফিট লিস্টের ভাইভার জন্য ২০ ব্যাচের ৯৪ জন ও ২১ ব্যাচের ২৬ জন উপসচিবকে ডাকা হয়েছে। এই তালিকা তৈরিতে মূলত কর্মকর্তাদের মাঠ প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা, শারীরিক যোগ্যতা, দক্ষতা ও যেকোনো পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা দেখা হয়। তবে জেলা প্রশাসক পদে কবে থেকে নিয়োগ দেয়া হবে এবং এবার কত জনকে নিয়োগ দেয়া হবে, এই বিষয়টি নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে বাছাইকৃত কর্মকর্তাদের শৃঙ্খলা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশন থেকে দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন জোগাড় করা হয়েছে।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহানারা খাতুন নয়া দিগন্তকে বলেন, ডিসি ফিটলিস্ট করা প্রশাসনের রুটিন কাজ। ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন অনেক অভিজ্ঞজনরা বাছাই কমিটিতে আছেন। জেলা প্রশাসক হিসেবে কি ধরনের যোগ্যতা প্রয়োজন তা প্রার্থীদের মধ্যে আছে কি না সেটি যাচাই করে দেখবেন।
আজ শুক্রবার সাক্ষাৎকারের তালিকায় থাকা কর্মকর্তারা হলেন, বিদ্যুৎ বিভাগের উপউচিব নাজমুল আবেদীন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ উপপরিচালক আকনুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, অথনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব রোকেয়া খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাহেদ হোসেন, ওয়েজ অর্নার্স বোর্ডের পরিচালক জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, অর্থ বিভাগের উপসচিব ফিরোজ আহমেদ, জন নিরাপত্তা বিভাগের উপসচিব আমিনুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেন, স্থাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব বেগম মাকসুদা হোসেন, উপপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদফতর (বরিশাল বিভাগ) খোন্দকার আনোয়ার হোসেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব জহিরুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক ড. আহমেদ উল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব রাজা মো: আবদুল হাই, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাহার হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, গৃহায়ণ ও গণর্পূত মন্ত্রণালয়ের উপ সচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবদুল্লাহ হারুণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুসিয়া কমল, পরিত্যক্ত সম্প্রতি ব্যবস্থাপনা বোর্ডের আইন কর্মকর্তা মোহাম্মদ সানাউল হক, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শওগাতুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামান মিঞা, আইসিটি অধিদফতরের উপসচিব আবুল কাশেম, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের উপসচিব জসিম উদ্দিন খান, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এস এম আরিফ খান, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, পরিকল্পনা বিভাগের উপসচিব খোরশেদ আলম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আলতাফ হোসেন শেখ, আইএমইডির পরিচালক খলিল আহমেদ, জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব নূরে আলম সিদ্দিকী, বিদ্যুৎ বিভাগের উপসচিব আহসানুল হাবিব হাসিব, জামালপুর অর্থনৈতিক জোনের প্রকল্প পরিচালক ছাইদুল রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নায়েব আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিপিএটিসি পরিচালক ড. মহসীন আলী, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কদ্দুস আলী সরকার, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের উপসচিব নাহিদ সুলতান মল্লিক, মানিকগঞ্জ হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাঈম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার এস এম হুমায়ন কবীর সরকার, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব সাগরিকা নাসরিন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেয়া খাতুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী একান্ত সচিব ওয়াহেদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব শিবির বিচিত্র বড়–য়া, জাতীয় সঞ্চয় পরিদফতরের পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, পরিবেশ অধিদফতরের চট্টগ্রামের পরিচালক নুরুল্লাহ নবী, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকছার রহমান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো: রেজাউল রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পরিমল সরকার, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো: মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ড. আবদুল রহিম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রবীন্দ্র নাথ দত্ত।
শনিবার সাক্ষাৎকারের তালিকায় আছেন, রিডিং আউট অব স্কুল চিলড্রেন প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম সোহেল, আরপিটিসির উপপরিচালক ড. সঞ্জয় চক্রবর্তী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব এস এম আনসারুজ্জামান, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আবুল হোসেন, পিরোজপুরের জোনাল সেটেলম্যান্ট অফিসার শামসুল আজম, বগুড়ার বিয়ামের পরিচালক আবদুল রফিক, ট্রেডিং করপোরেশনের সচিব মীর্জা আলী আশরাফ, শিল্পমন্ত্রীর একান্ত সচিব আবদুল ওয়াহেদ, রংপুরের সিডিডিপির আঞ্চলিক প্রকল্প পরিচালক, এস এস আবু হোরাজরা, কপি রাইট অফিসের উপ-রেজিস্ট্রার জোহরা বেগম, সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপসচিব সুলতানা ইয়াসমীন, সেতু বিভাগের উপসচিব রাহিমা আক্তার, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাফায়াতুল মাহবুব চৌধুরী, সংস্কার বোর্ড উপভূমি সংস্কার কমিশনার (সিলেট) আবদুল হাই আল মাহমুদ, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের উপপরিচালক লাল হোসেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব হাজেরা খাতুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এস এম মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের পরিচালক এস এম শাহীন পারভেজ, আরলি এডুকেশন চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্প পরিচালক সুলতান আলম, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব ড. দেওয়ান মো: শাহরিয়ার ফিরোজ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন জাহান, তথ্যমন্ত্রীর একান্ত সচিব আরিফ নাজমুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশনের সচিব এ কে এম তারেক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের উপপরিচালক শাহীনুর শাহীন খান, আইএমইডির পরিচালক এস এম নাজিম উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা নাসরিন, পর্যটন কর্পোরেশন জেনারেল ম্যানেজার মো: মহসিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রিপন চাকমা, গৃহায়ণ ও গণপূত মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুর রহমান হাবিব, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বিন্দুষী চাকমা, রাজশাহী ওয়াসার ডিএমডি এস এম তুহিনুর আলম, বিপিএটিসির (সাভার) পরিচালক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষের ম্যানেজার আবু হেনা মো: সোস্তফা কামলা, রংপুর জোনাল সেটেলম্যান্ট অফিসার আজমল হোসাইন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মজিবুর রহমান, রাষ্ট্রপতি কার্যালয়ের উপসচিব শওকত আলী, গোপালগঞ্জ জেলা প্রশাসকের ডিডিএলজি কালা চাদ সিংহ, ঝালকাটি জেলা প্রশাসকের ডিডিএলজি দেলোয়ার হোসেন মাতাবর, ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন সেলের উপপরিচালক খলিলুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শাখাওয়াত হোসেন, বিয়ামের পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল, নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপপরিচালক লুৎফন নাহার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আনার কলি, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল হক, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল হাসান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ডি এম আতিকুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এনামুল হক, শৈলরঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো: আবদুল্লাহ, আইএমইডির পরিচালক খন্দকার মোহাম্মদ আলী, দরিদ্রতম অঞ্চলে খাদ্য প্রকল্পের পরিচালক মোহাম্মদ সোহেল হাসান, রাজশাহী জেলা প্রশাসকের ডিডিএলজি পারভেজ রায়হান ও জন নিরাপত্তা বিভাগের উপসচিব বেগম মল্লিকা খাতুন।

 


আরো সংবাদ



premium cement