২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
বিজেডব্লিউএফের ইফতার মাহফিল

অন্যায় পাপাচার প্রতিহত করে ন্যায়ের পথশিক্ষা দেয় রমজান

বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার ফোরামের ইফতার মাহফিলে অতিথিরা :নয়া দিগন্ত -

বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার ফোরাম-বিজেডব্লিউএফের ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, পবিত্র রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। মুসলমানদের জন্য বরকতময় মাস। সব অন্যায় পাপাচার প্রতিহত করে ন্যায়ের পথ প্রতিষ্ঠার শিক্ষা দেয় রমজান। রমজান তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য রোজা ফরজ করেছেন। পবিত্র এই মাস বান্দাদের গুনাহ মাফ করিয়ে নেয়ার সবচেয়ে উপযুক্ত সময়। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের যেন তার অনুগত বান্দাহ বানায় এই দোয়া করতে হবে। আর সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো সত্যের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা। তিনি বলেন, রোজা থাকার পর যদি একজন মুসলমান সব ধরনের অন্যায়-অপকর্ম থেকে বিরত থাকতে না পারে তাহলে সেই ব্যক্তির রোজা থাকা না থাকা সমান কথা। সে ব্যক্তি শুধু ক্ষুধার কষ্টই পাবে। রোজা কোনো কাজে আসবে না।

তিনি বলেন, রোজা আমাদের শিক্ষা দেয় আল্লাহর বিধান মেনে চলার। আল্লাহর নৈকট্য লাভের। রমজানে তাকওয়াবান সেই ব্যক্তিই হবেন যিনি পবিত্র কুরআনের নির্দেশিত পথ থেকে বিচ্যুতি হননি। রোজা শিক্ষা দেয় এ মাসে যদি কেউ গোনাহ মাফ করিয়ে নিতে না পারে তার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গোনাহ মাফ করিয়ে নিতে পারাই হবে একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা।

জাতীয় প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে এই ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেনÑ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, বিশিষ্ট কলামিস্ট মোবায়েদুর রহমান, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি রফিকুর রহমান, এ কে এম মহসিন, বিজেডব্লিউএফের সদস্যসচিব সামছুল আরেফিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিইউজের সহ-সভাপতি শাহিন হাসনাত।
রুহুল আমিন গাজী বলেন, পবিত্র রমজানের শিক্ষা নিয়ে যদি আমরা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী না চলতে পারি তাহলে আমাদের পানাহার বর্জন করা অর্থহীন হবে। রমজানের শিক্ষাই হলো সব ধরনের অন্যায় থেকে বিরত থাকা।
তিনি বলেন, দেশে মানুষের ওপর অত্যাচার নির্যাতন চলছে। অত্যাচারী শাসক দেশ চালাচ্ছে। অন্যায় জুলুমের হাত থেকে যেন জাতি পরিত্রাণ পায় ইফতারের আগে আমাদের সেই দোয়া করতে হবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রাখা বড় জুলুম আখ্যায়িত করে তার মুক্তির দাবি জানান।
শওকত মাহমুদ বলেন, রমজান আমাদের শিক্ষা দেয় মুসলমান হিসেবে কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের বিকল্প নেই। এই মাসে আমাদের তাকওয়া অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা। অত্যাচারী শাসকের বিরুদ্ধে কলম ধরাও ইবাদতের অংশ। জাতির কল্যাণে আমাদের সত্য কথা তুলে ধরতে হবে।


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল