১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মাদারীপুরের নিখোঁজ ৭ যুবকের পরিবারে শোকের মাতম ভূমধ্যসাগরে নৌকাডুবি

-

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় সাগরে নৌকাডুবির ঘটনায় নিহত সজীবের গ্রামের বাড়ি মাদারীপুরে চলছে শোকের মাতম। এ ছাড়া নিখোঁজ মাদারীপুর, শিবচর ও রাজৈরের আট যুবকের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। সাত যুবক এখনো নিখোঁজ রয়েছে। এসব পরিবারে চলছে কান্নার রোল।
স্বজনরা জানান, বছরখানেক আগে অবৈধপথে লিবিয়া যায় মাদারীপুরের কয়েক যুবক। এরপর তারা অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় সোমবার রাতে তিউনিসিয়ায় সাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে অনেক বাংলাদেশী নিহত ও নিখোঁজ হয়। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া এলাকায় আজিজ শিকদারের ছেলে সজীব হোসেন (২০) মারা যান। নিখোঁজ থাকেন সদরের বলভদী এলাকার আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে মনির হোসেন মাতুব্বর (২১) ও শ্রীনদী এলাকার জোবায়ের মাতুব্বরের ছেলে নাদিম মাতুব্বর (১৬)। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তারা নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও একই ঘটনায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামের স্বপন মল্লিক (২৭), সায়েদ কাজী (৩০) এবং মঠেরবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে সাইফুর ইসলাম (২৩) নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রয়েছেন মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের ৮ নম্বর চর গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে জাকির হোসেন (২৮)। অপরজন আলম দস্তার গ্রামের জাফর সিকদারের ছেলে নাইম সিকদার (১৯)। তাদের পরিবারে চলছে কান্নার রোল। দ্রুত নিহতের লাশ দেশে আনার পাশাপাশি নিখোঁজদের ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এ ছাড়া দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সজীবের বোন মিম আক্তার বলেন, ‘আমারে আফা কইয়া আর কে বোলাবো। আমার ভাইরে এক বছর রাইখা কেন বৃহস্পতিবার পাঠাইলি। আমি এহন কেমনে ভাইরে ভুইলা থাকমুরে। কোথায় গেলি সজীবরে।’
রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর শাখার যুব প্রধান শিশির হোসেন জানান, ‘তিউনিসিয়ার উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় এই পর্যন্ত মাদারীপুরের আটজনের নাম জানা গেছে। সজীব নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমরা নিহত ও নিখোঁজদের বাড়িতে গিয়ে তথ্য নিয়েছি।’


আরো সংবাদ



premium cement