২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে হবে : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ : নয়া দিগন্ত -

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তৃণমূল নেতাদের ত্যাগের কারণেই আওয়ামী লীগ পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কারো আচরণ কিংবা অন্য যেকোনোভাবে মানুষ কষ্ট পায় এমন কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে হবে।
গত শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, ছাদেকুন নূর সিকদার, লোকমানুল হক, জামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম চিশতি, নজরুল ইসলাম তালুকদার, উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মাস্টার আসলাম খাঁন, ডা: মো: সেলিম, আকতার হোসেন খাঁন, মুজিবুল ইসলাম সরফী, জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, নিজাম উদ্দিন বাদশা প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত দশ বছরে দেশকে বদলে দিয়েছেন। দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে। সমৃদ্ধ হয়েছে দেশের প্রতিটি জনপদ। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগ মানে উন্নয়ন। তাই সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে রয়েছে। মানুষের ভালোবাসা নিয়ে দল তৃতীয়বারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায়।
স্থানীয় জনপ্রতিনিধিদের মানুষের উপকারে কাজ করার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, দায়িত্বে থাকলে মানুষের সমালোচনা শুনতে হবে। ধৈর্যের সাথে কাজ করতে হবে। আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার ঘোষণা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর জন্য স্থায়ীভাবে কার্যালয় নির্মাণ করা হবে। সেজন্য তৃণমূল নেতাদের উদ্যোগ নিতে হবে।


আরো সংবাদ



premium cement