২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সাগর তলে হাঙরের সাথে সেলফি!

-

বিভিন্ন ক্ষেত্রেই ‘সেলফি’ তোলা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা বলে হাঙরের সাথে সেলফি! অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি ঘটেছে এমন একটি ঘটনাই। প্রশান্ত মহাসাগরে বিশাল একটি হাঙরের সাথে সেলফি তুলেছেন এক মহিলা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ওয়াহু দ্বীপের দক্ষিণ উপকূলের। র্যামস নামের ওই মহিলা একজন সমুদ্র জীববিজ্ঞানী এবং হাঙর সংরক্ষণের জন্য বহু দিন ধরে কাজ করে আসছেন।
প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে বিশাল সেই হাঙরের সাথে নিজের ছবিটি তুলেছেন তিনি। জানা গেছে, যে হাঙরটির সাথে তিনি সেলফি তুলেছেন সেটি একটি ডিপ ব্লু শার্ক। এদের দৈর্ঘ্য গড়ে ১৫ থেকে ১৬ ফুট হলেও, এই হাঙরটির দৈর্ঘ্য প্রায় ২০ ফুট ছিল বলে জানা গেছে।
হাঙরের খোঁজ পেতে র্যামসের দল একটি কৌশলের আশ্রয় নেয়। সমুদ্রের এক জায়গায় মৃত তিমি ফেলে রাখেন তারা। আর তাদের এই কৌশলের কাছেই ধরা পড়ে যায় হাঙরটি। র্যামসে জানিয়েছেন, ‘টাইগার শার্ক’ নামে পরিচিত এক জাতের হাঙর এসে মৃত তিমি খেতে শুরু করে। তারপরেই ওই হাঙরটি আসে সেখানে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement