২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জুনায়েদে অনন্য উচ্চতায় টাইটানস

জুনায়েদ সিদ্দিকী ইন অ্যাকশন :নয়া দিগন্ত -

ওয়াহাব রিয়াজ, শহীদ আফ্রিদী, তিসারা পেরেরা, ডসনের মতো অভিজ্ঞ বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করল খুলনা টাইটানস। সিলেটে অনুষ্ঠিত রাতের ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে ১৮১/৭ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে নিজেদের যোগ্যতারও জানান দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। বিগ ইনিংসের রূপকার জাতীয় দলের এক সময়ের ওপেনার জুনায়েদ সিদ্দিকী। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এখনো যে শর্টার ভার্সনের ব্যাটিংটা ভুলে যাননি জুনায়েদ সেটারই প্রমাণ দিয়েছেন। খেলেছেন ৭০ রানের এক ইনিংস। যা খেলেছেন মাত্র ৪০ বলে। প্রায় ১৭১ স্টাইক রেটে ব্যাটিংটা করে গেছেন রাজশাহীতে জন্ম নেয়া এ ক্রিকেটার। জহুরুলের সাথে ওপেন করতে নামলে সূচনায় পার্টনার হারালেও ক্রিজে ছিলেন তিনি অবিচল। দ্বিতীয় ইনিংস জুটিতে খেলে ফেলেন তারা ৭১ রানের ইনিংস। তখনই বড় ইনিংসের ভিত তৈরি হয়ে যায়। চারটি করে ছক্কা ও চারের মারে সাজানো ছিল জুনায়েদের ইনিংসটি। জুনায়েদের সাথে আলামিনও ভালো খেলেন। তিনি করেন ১৯ বলে ৩২ রানের ইনিংস। জুনায়েদকে আউট করা গেছে শেষ পর্যন্ত। সেটা রান আউটের মাধ্যমে। তবে ক্রিজের এক প্রান্তে থেকে নিজে যেমন খেলেছেন, তেমনি অন্যদেরও খেলিয়েছেন। মাহমুদুল্লাহ, ডেভিড মালান, ব্রাফেটরা সাধ্যমতো ব্যাটিং করে দলের স্কোরটা চ্যালেঞ্জিংপর্যায়ে নিয়ে যান। জুনায়েদ সূচনায় নেমে ১৫ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি যখন আউট হন তখন দলের রান ছিল ১৫.১ ওভারে ১৪৫। ডেভিড মালানও বেশ ধৈর্যের সাথে ব্যাটিং করেছেন। ২৫ বলে তিনি করেছেন ২৯ রান। কুমিল্লার বোলারদের মধ্যে সফল ছিলেন শহীদ আফ্রিদী। সেটা শুধু উইকেট সংগ্রহের দিক থেকেই। ওই উইকেট নিতে ৩৫ রান দিয়েছেন তিনি। তিসারা পেরেরা ২ ওভারে দিয়েছেন ২০ রান। ওয়াহাব রিয়াজ ৩.৫ ওভারে ৩৪ রানে নিয়েছেন এক উইকেট।
এরপর জয়ের লক্ষ্যে ব্যাটিং করবেন তামিম ইকবাল, এনামুল বিজয়, ইমরুল কায়েস, ডসন, তিসারা পেরেরা ও আফ্রিদীর মতো অলরাউন্ডাররা।


আরো সংবাদ



premium cement