২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : জামায়াত

-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং মতিঝিল থানা জামায়াতের আমির কামাল হোসেনসহ ১১ জন নেতাকর্মীকে এবং মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খাঁনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সারা দেশে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে, দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের জন্য বিরোধী দল এবং জোটকে স্বাগত জানানো সত্ত্বেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির কোনো আলামত এখনো দেখা যাচ্ছে না। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী সরকারের উচিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই সব দল এবং জোটের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কিন্তু সরকার তা না করে জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে গায়েবি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমন পরিস্থিতিতে একতরফা ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচন দেশে-বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্য হবে না এবং তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে বাধ্য। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই গ্রেফতার অভিযান বন্ধ করে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরসহ সব বিরোধী দল ও জোটের গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
কাতারের সাথে যৌথ বাণিজ্য কাউন্সিল গঠনে এফবিসিসিআইয়ের চুক্তি টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল খুলনায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কী বলল যুক্তরাষ্ট্র? জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

সকল