২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শুধু কাঁদার জন্য ‘সুদর্শন’ পুরুষ

-

ডিভোর্সের একাকীত্ব হোক বা কোনো যন্ত্রণাÑ সে সবের কারণে চোখ দিয়ে অশ্রু বের হওয়ার আগেই কম্পিউটার বা ফোনের সামনে বসছেন জাপানি মেয়েরা। অনলাইনে চলছে হ্যান্ডসাম ছেলের খোঁজ! কারণ কান্নার সময় এবার সুদর্শন পুরুষের সামনে কাঁদার রেওয়াজই চালু হয়েছে জাপানে। তার জন্য খরচও হচ্ছে কিছুটা। সব মিলিয়ে একবার কাঁদার খরচ বাংলাদেশী মুদ্রায় আড়াই থেকে সাড়ে তিন হাজারের মতো। এ নিয়ে রীতিমতো ব্যবসা ফেঁদে বসেছেন জাপানি এক উদ্যোক্তা। এমনিতে আবেগের সব ভাঁড়ার মজুত রয়েছে পিটুইটারির ঘরে। দুঃখ বা কান্নার মুহূর্ত এলে পিটুইটারি সঙ্কেত পাঠাবে টিয়ার গ্ল্যান্ডে। তাতে চাপ পড়ে জল বেরিয়ে আসবে চোখের কোণ বেয়ে। জীববিদ্যার নিয়ম এ কথা বলে। কিন্তু যে কথা বলে না, তা হলো মেয়েদের কান্নার সময় এই সুন্দর মুখের পুরুষের তত্ত্ব। তবে সেই ভাবনাকেই মূলধন করে নতুন এই অভ্যাসে মেতেছে জাপানি মেয়েরা। তাদের একাংশের বিশ্বাস, সুদর্শন পুরুষ চোখের পানি মোছালে তবে নাকি সে কান্না কেঁদেও সুখ! সঙ্গগুণে ঝরে যাবে দুঃখকষ্টও। কেমন করে? জাপানি উদ্যোক্তা হিরোকি তেরাই এই নতুন ব্যবসা খুলে বসেছেন। মেয়েরা কাঁদলে ঝকঝকে চেহারার সুপুরুষ পৌঁছে যাবে তাদের কাছে। কাজ? সান্ত্বনা দেয়া, যতœ করে চোখের পানি মোছানো। তাদের নামও দিয়েছেন তিনি, ‘হ্যান্ডসাম উইপিং বয়’। জাপানি পরিভাষায় এই পদ্ধতির নাম ‘রুই-কাৎসু’। কাঁদতে চাইলে অনলাইনে বুক করতে হবে নিজের নাম ও কাঁদার সময়। ব্যস! এটুকুই যথেষ্ট। এবার সেই ঠিকানায় পৌঁছে যাবে সুদর্শন যুবক। কান্নার সময় খুব প্রিয় মানুষ সামনে থাকলে আবেগের গতি ও প্রকাশ বিশুদ্ধ হয়, কান্না প্রকাশের ঠিকঠাক মাধ্যম পেলে তা অনেক স্বাস্থ্যকর হয় দুনিয়া জুড়েÑ এমন দর্শনে বিশ্বাস করেন অনেকেই। আর এই বিশ্বাসকে মূলধন করেই তেরাই এই পদ্ধতি চালু করেছেন। কিন্তু এমন ভাবনা কেন ভাবলেন তেরাই? তার মতে, এই ভাবনার কথা প্রথম মাথায় আসে জাপানি দম্পতিদের ডিভোর্সের সময়ের কথা ভেবে। সেখানে কিছু পুরুষ সপ্তাহভরে নানা কাজ ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মেয়েরাই ডিভোর্সের আবেদন করে। তখন সংসার ভেঙে যাওয়ার কষ্ট তাদের উভয়কেই পীড়া দেয়। কিন্তু সে দুঃখ ভুলে থাকার কায়দা দু’জনের দু’রকম। স্বভাবজাত কারণে সাধারণত পুরুষেরা সারা দিন নানা প্রমোদ, বিলাসিতা ও ঘুমিয়ে বা পরের সপ্তাহে কাজের পরিকল্পনা করে কাটিয়ে দেয়। সে ক্ষেত্রে মেয়েরাই কান্নাকাটি করে বেশি। তা দেখেই এই ব্যবসার কথা মাথায় আসে তেরাইয়ের। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement
এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সকল