২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
বিএনপিতে নির্বাচনের প্রস্তুতি

সিলেট বিভাগে মনোনয়ন প্রত্যাশী যারা

-

একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সারা দেশে তাই দলটির মনোনয়নপ্রত্যাশীরা তৎপরতা শুরু করেছেন। মাঠে নামতে না পারলেও দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রক্রিয়ায় নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন সবাই।
বিএনপি বলেছে, তাদের দলে প্রার্থী সঙ্কট নেই। ৩০০ আসনে এক হাজারের বেশি যোগ্য প্রার্থী রয়েছেন। দলগতভাবে একাধিক জরিপের মাধ্যমে প্রার্থীদের খসড়া তালিকাও করে রেখেছে তারা।
খোঁজ নিয়ে বিএনপির এই দাবির প্রমাণ পাওয়া গেছে। ২০১৪ সালের নির্বাচন বর্জন করায় এবার দলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দ্বিগুণ। পুরনো প্রার্থীদের সাথে যোগ হয়েছেন বহু নতুন প্রার্থী।
সিলেট বিভাগের চারটি জেলার ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা
সিলেট-১ (সদর) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পুত্রবধূ ডা: জুবায়দা রহমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
আসন-২ (বিশ্বনাথ) : চেয়াপাসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর তাহসিনা রুশদি লুনা, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
আসন-৩ (সুরমা-ফেঞ্চুগঞ্জ) : সাবেক এমপি শফি আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক আলী আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
আসন-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) : সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামান ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
আসন-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) : জেলা বিএনপির নেতা আশিক চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও বিএনপি নেতা জাকির আহমেদ।
আসন-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) : বিএনপির সিনিয়র নেতা এনাম আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, জেলা বিএনপির উপদেষ্টা মাওলানা রশিদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা খান কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, কেন্দ্রীয় নেতা ড. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ চৌধুরী ও যুক্তরাজ্য জাসাসের সভাপতি আব্দুস সালাম।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) : সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক ডা: রফিক আহমেদ চৌধুরী, সাবেক এমপি নজির হোসেন, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খাঁন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুল হক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও হামিদুল হক লিটন আফিন্দি।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) : জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তাহির রায়হান চৌধুরী পাভেল।
সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) : সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও কর্নেল আলী আহমদ।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) : চেয়ারপারনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) : বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী।
হবিগঞ্জ
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বহুবল) : সাবেক এমপি জেলা বিএনপির সহসভাপতি শেখ সুজাত মিয়া, শাম্মী আখতার ও দেওয়ান মুকাদ্দিম চৌধুরী।
হবিগঞ্জ ২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) : কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সৌদি বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব।
হবিগঞ্জ ৩ (সদর-লাখাই) : জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গওছ ও ড্যাব নেতা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা: আহমদুর রহমান আবদাল।
হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর) : জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহম্মদ ফয়সল, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শামিম আক্তার শিফা ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
মৌলভীবাজার
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) : কেন্দ্রীয় নেতা এবাদুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও জাসাস নেতা দারাদ আহমেদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) : নওয়াব আলী আব্বাস খান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা ও সাবেক এমপি এম এম শাহিন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) : সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও ওজলা বিএনপির সভাপতি নাসের রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী খালেদা রাব্বানি।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল) : নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
আগামীকাল ছাপা হবে বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা।

 


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১

সকল