২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঢামেক হাসপাতালে টিকিট বিক্রির ৬০ লাখ টাকা আত্মসাৎ

৬ কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
-

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট বিক্রির প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ছয় কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের বৈঠকে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য জানান, হাসপাতালের জরুরি বিভাগের টিকিট বিক্রির টাকা আত্মসাতের সাথে জড়িত ছয়জন কর্মচারী। তারা টিকিট বিক্রির ৫৯ লাখ ১০ হাজার ৬০১ টাকা আত্মসাৎ করেন বলে অনুসন্ধানে প্রমাণ মিলেছে। কমিশনের বৈঠকে অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেনÑ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ বর্তমানে, প্রশাসনে সংযুক্ত মো: আজিজুল হক ভূঁইয়া, সাবেক এমএলএসএস, বর্তমানে ক্যাশিয়ার মো: আলমগীর হোসেন, সাবেক এমএলএসএস, বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: আ: বাতেন সরকার, সাবেক অফিস সহকারী কাম মুুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার, বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ব্লাড ব্যাংক শাখা মো: শাহজাহান, সাবেক এমএলএসএস, বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: আবু হানিফ ভূঁইয়া ও অফিস সহকারী মো: হারুনর রশিদ।
দুদক কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে শিগগিরই দণ্ডবিধির ৪০৯/২০১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হবে।


আরো সংবাদ



premium cement