২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ব্যবসায় সহজীকরণ সূচকে বাংলাদেশ ১৭৭তম

আবার ক্ষমতায় গেলে ১০০-তে আনব : তোফায়েল

-

বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪২তম অর্থনৈতিক দেশ। ২০৩০ সালের মধ্যে এটি ২৮তম ও ২০৫০ সালে ২৩তম অর্থনৈতিক দেশে উন্নীত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অথচ সর্বশেষ ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৮ অনুযায়ী, বিশ্বের ১৯০টি দেশের মধ্যে ব্যবসায় সহজ করার সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৭৭তম। এটা কোনোভাইে সামঞ্জস্যপূর্ণ নয়। এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে গতকাল এমন তথ্য উঠে এলে তার জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে ব্যবসার ক্ষেত্রে এই একটি জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে। বর্তমান আওয়ামী লীগ সরকারকে আগামীতে ফের ক্ষমতায় আনলে এটি কমিয়ে ১০০-তে নামিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘পলিসি ফ্রেমওয়ার্ক ফর পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন, বিজনেস পারসপেকটিভ’ শীর্ষক সেমিনারে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের আবারো নির্বাচিত করেন। আমরা আবারো ক্ষমতায় আসি। দেখবেন ইজ অব ডুয়িং বিজনেসে বাংলাদেশ ১০০-এর নিচে চলে আসবে। ইজ অব ডুয়িং বিজনেসে হচ্ছে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ সূচক। যে দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ যত সহজ বা ভালো তালিকায় সে দেশ তত এগিয়ে থাকে।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ আলোচনায় অংশ নেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষমতার পরিবর্তন হলে অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেয়া হয়। তাই বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ব্যবসায়ীরা উপকৃত হবে। কারণ বর্তমান সরকার ব্যবসাবান্ধব, শ্রমিকবান্ধব এবং জনবান্ধব। আগামীতে আমরা ক্ষমতায় এলে দেশের অগ্রগতি থেমে থাকবে না। যেভাবে এগিয়ে যাচ্ছি, সেভাবেই এগিয়ে যাবে।
মূল প্রবন্ধে ড. আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি গরিবের পকেট কেটে নেয়। অথচ মাথাপিছু আয় বাড়া সত্ত্বেও দেশে মূল্যস্ফীতি ৫ শতাংশে ধরে রাখা গেছে। বর্তমান সরকারের সময়ে ২০০ বিলিয়ন ডলার অর্থনীতিতে যোগ হয়েছে। অর্থনীতিতে এসেছে অকল্পনীয় পরিবর্তন। তিনি বলেন, এসডিজির লক্ষ্য পূরণে কৃষির উৎপাদন দ্বিগুণ করতে হবে। প্রসার ঘটাতে হবে যান্ত্রিকীকরণের। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে পুঁজিবাজার, বীমা ও বন্ড মার্কেটের উন্নতি হতে হবে সমানতালে। আর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ উন্নয়নের বিকল্প নেই।
শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অনেকে বলে মধ্য আয়ের দেশ হলে অর্থনৈতিক সাহায্য কমে যাবে। এখন আমরা এখন অন্যের সাহায্যনির্ভর নয়। নিজেদের অর্থায়নে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নের বেশির ভাগ বেসরকারি খাত করছে জানিয়ে তিনি বলেন, এখন যদি এ খাতে বিশেষ অগ্রাধিকার দেয়া না হয় তাহলে এসডিজিতে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়।
ড. নাজনীন আহমেদ বলেন, আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, এ থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই। আমাদের এগিয়ে যেতে হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারী উদ্যোক্তা তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একইসাথে দক্ষ জনশক্তি বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন

সকল