২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার

৩৯ ছাত্রের জামিন
-

নিরাপদ সড়কের আন্দোলন চলাকালে হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জনের এবং অন্যান্য মামলায় ২১ শিার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বাড্ডা থানায় ১২জন এবং ভাটারা থানায় ছয়জনের জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী। অন্যান্য থানায় আরো ২১ জনের জামিন মঞ্জুর করেন আদালত এ নিয়ে ৩৯ জনের জামিন মঞ্জুর হয়েছে।
জামিন পাওয়া শিার্থীরা হলেনÑ ইফতেখার আহম্মেদ, নূর মোহাম্মদ, জাহিদুল হক, হাসান, মুশফিকুর রহমান, রাশেদুল ইসলাম, রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালিদ রেজা ওরফে তন্ময়, তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ, সাখাওয়াত হোসেন নিঝুম, আজিজুল করিম অন্তর, মাসহাদ মর্তুজা বিন আহাদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার ও মেহেদী হাসানসহ ১৮ জন।
শিার্থীদের মধ্যে প্রথম ১২ জন বাড্ডা থানার এবং পরের ছয়জন ভাটারা থানায় মামলার আসামি। এদের মধ্যে ইস্টওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিার্থী রয়েছেন।
এ দিকে ধানমন্ডি থানার মামলায় ৯ জন, কোতোয়ালি থানায় তিনজন, নিউমার্কেটে তিনজন, পল্টনে একজন, রমনা থানার পৃথক দুই মামলায় দুইজন, উত্তরা পশ্চিম থানায় তিনজন নিয়ে ২১ জন। সর্বমোট ৩৯ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন।
আইনজীবীরা শুনানিতে বলেন, এরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিার্থী। গত ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সামনে তাদের সেমিস্টার পরীা। এ অবস্থায় আমরা তাদের জামিন মঞ্জুরের প্রার্থনা করছি। উভয়পরে শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুরের আদেশ দেন।
এ দিকে জামিন শুনানিকালে শিার্থীদের মা-বাবা, ভাই- বোন, বন্ধু আদালতে উপস্থিত হন। জামিনের আদেশ শুনে তারা স্বস্তি প্রকাশ করেন। একই সাথে শিার্থীরা যেন মামলা থেকে অব্যাহতি পান সে দাবি জানান তারা। তবে জামিন শুনানিকালে শিার্থীদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
গত ৭ আগস্ট ২২ শিার্থীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৯ আগস্ট আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদের মধ্যে দুই দফায় কয়েক শিার্থীর জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।


আরো সংবাদ



premium cement