২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বড়পুকুরিয়া কয়লা আত্মসাৎ মামলা

জিএম সাইফুল ইসলামকে দুদকে জিজ্ঞাসাবাদ

-

জালিয়াতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন কয়লা খোলাবাজারে বিক্রি করে প্রায় ২৩০ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক (সারফেস অপারেশন) সাইফুল ইসলাম সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা ও দুদক উপপরিচালক সামছুল আলম তাকে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে মামলার অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সম্পর্কে জানতে চাওয়া হয়।
এ ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক দুই এমডি সিরাজুল ইসলাম চৌধুরী ও মাহবুবুর রহমান এবং সাবেক মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তারা হাজির হননি।
এ ছাড়াও আজ মঙ্গলবার সাবেক এমডি আমিনুজ্জামান, প্রকৌশলী খুরশীদুল হাসান ও প্রকৌশলী কামরুজ্জামান এবং প্রাক্তন মহাব্যবস্থাপক (মাইনিং) মিজানুর রহমানের হাজির হওয়ার কথা রয়েছে।
১৯৯৮ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বিসিএমসিএলে মোট ৯ জন এমডির দায়িত্ব পালন করেন। এক লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা ঘাটতির অভিযোগে কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিসুর রহমান বাদি হয়ে কোম্পানির সদ্য সাবেক এমডি হাবিব উদ্দিন আহমেদসহ ১৯ জনকে আসামি করে গত ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর থানায় একটি মামলা করেন। অভিযোগটি তদন্ত করছে দুদক।
মামলার ১৯ আসামিসহ পেট্রোবাংলার ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য চিঠি দেয় দুদক। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেনÑ মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো: নুরুজ্জামাম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক খালেদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হাওলাদার, ব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স) জাহিদুল ইসলাম, উপব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) আকরামুল হক, উপব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট) খলিলুর রহমান, উপব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) মোরশেদুজ্জামান, উপব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহিদুর রহমান, উপব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন নাথ বর্মণ, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান, উপমহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অপারেশন) জোবায়ের আলী, প্রাক্তন মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) আব্দুল মান্নান পাটোয়ারী ও গোপাল চন্দ্র সাহা, প্রাক্তন মহাব্যবস্থাপক (এক্সপ্লোরেশন), কোম্পানি সেক্রেটারি আবুল কাশেম প্রধানিয়া ও মোশারফ হোসেন এবং সাবেক এমডি কামরুজ্জামান ও আমিনুজ্জামান।

 


আরো সংবাদ



premium cement