২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সন্তানকে বিদায় মা তিমির

-

সমুদ্রে কমপক্ষে এক হাজার মাইল বহন করার পর অবশেষে মৃত নবজাতককে বিদায় জানালো সেই তিমি মা। কানাডার ভ্যাঙ্কুভারের তিমি গবেষণা কেন্দ্রের গবেষকেরা বলছেন, ‘মা তিমিটির বিষাদ ভ্রমণ শেষ হয়েছে এবং তার আচরণ উল্লেখযোগ্যভাবে বিচিত্র।’ এই ধরনের তিমি মাছ সাধারণত সপ্তাহখানেক মৃত সন্তান বহন করে থাকে, কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন এ ক্ষেত্রে তিমিটি রেকর্ড করেছে।
মা তিমিটি কয়েক দিনেই সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। তিমি গবেষণা কেন্দ্র বিবৃতিতে বলেছে, ‘সমুদ্রতট থেকে নেয়া টেলিফটো ডিজিটাল চিত্র থেকে ধারণা করা গেছে যে মা তিমিটি শারীরিকভাবে সুস্থ রয়েছে।’ মৃত তিমিটির দেহ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী স্যালিশ সাগরে ডুবে গেছে। কানাডা ও যুক্তরাষ্ট্র দুই দেশই এই ধরনের তিমি বিলুপ্তপ্রায়। এই ধরনের তিমির প্রধান খাবার চিনুক স্যামন মাছ, যার সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে অনেক কমে গেছে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement