১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

অনাস্থা ভোটে মোদির জয়

-

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বিপুল কণ্ঠভোটে জয় হলো নরেন্দ্র মোদি সরকারের। সরকারের পে ৩২৫ জন সংসদ সদস্য আস্থা প্রকাশ করেন। অন্য দিকে, অনাস্থা জানান ১২৬ জন সংসদ সদস্য। আনন্দবাজার পত্রিকা।
গতকাল শুক্রবার প্রায় ১২ ঘণ্টা ধরে চলা অধিবেশনের পর লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কণ্ঠভোটের আহ্বান জানান। সেই ভোটাভুটিতে জয় হয় এনডিএ সরকারের। সরকারের এই জয় প্রত্যাশিতই ছিল। তবে বিরোধীরা কতটা জোটবদ্ধ ছিল তা বুঝে নেয়ার পরীাই যেন ছিল এই অনাস্থা প্রস্তাব। বিরোধী শক্তি যে এখনো ততটা মজবুত নয়, তা স্পষ্ট হলো। অন্য দিকে, অধিবেশনে এনডিএ সরকারের পাশে শিবসেনা এবং বিজেডি সংসদ সদস্যদের পাওয়া না গেলেও বিপুল ভোটে জয় হয় নরেন্দ্র মোদি সরকারের।


আরো সংবাদ



premium cement