১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বসে নেই বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

ঈদকে ঘিরে সবাই সক্রিয় নিজ নিজ এলাকায়
-

ফরিদপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুল হাসান পিঙ্কু। ঈদকে সামনে রেখে এক সপ্তাহ আগেই চলে গেছেন এলাকায়। নেতাকর্মীদের সাথে ইফতার, অসহায়দের পাশে দাঁড়ানো আর ঈদের খুশি বিনিময়ই তার মূল লক্ষ্য। তবে এ সবকিছুই নির্বাচনী গণসংযোগেরই অংশ বলে জানান তিনি। যুবদল নেতা পিঙ্কুর মতো আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে ইচ্ছুক বেশির ভাগ নেতাই এবার নিজ নিজ এলাকায় ঈদ করবেন। কেউ এলাকায় চলে গেছেন, কেউ যাবেন আজ-কালের মধ্যে। দলের মনোনয়নপ্রত্যাশী তরুণ নেতারা এ ক্ষেত্রে বেশি সক্রিয়। তারা পুরো রমজানজুড়েই ইফতার মাহফিলের মধ্য দিয়ে গণসংযোগ চালিয়েছেন। ঈদেও থাকবে একই তৎপরতা।
এ বছরই একাদশ সংসদ নির্বাচন। আর একদিন পরই যে ঈদ আসছে, রাজনৈতিক দৃষ্টিতে সেটিকে তাই ‘নির্বাচনী ঈদ’ই বলছেন অনেকে। নানা হিসাব-নিকাশ ঝুলে থাকায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও প্রস্তুতি রয়েছে দলটির। আন্দোলন ও নির্বাচনের কথা মাথায় রেখে দলের সম্ভাব্য প্রার্থীদের এলাকায় সক্রিয় থাকার নির্দেশনাও রয়েছে কেন্দ্র থেকে। দলটির হাইকমান্ড নির্বাচনের প্রস্তুতি হিসেবে একাধিক জরিপের মধ্য দিয়ে জনপ্রিয় প্রার্থীদের প্রাথমিকভাবে বাছাই করে রেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার নিজস্ব উইং ব্যবহার করে ৩০০ আসনে দলের প্রার্থিতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে রেখেছেন। নির্বাচন এলে মাঠে লড়াই করে জয় তুলে আনতে পারবেন এমন প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।
এমন অবস্থায় কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেতে নানাভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। বিশেষ করে প্রথমবারের মতো যারা ধানের শীষ প্রতীক পেতে চান, তারা কাজ করছেন হরদম। সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু নয়া দিগন্তকে বলেন, আমি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে থেকে নানাভাবে কেন্দ্রের মনোযোগ আকর্ষে ণর চেষ্টা করে যাচ্ছি। সবসময় নেতাকর্মীদের পাশে আছি। যদি দল আমাকে এই আসনের জন্য বেছে নেয়, তাহলে আমি তার প্রতিদান দিতে সক্ষম হবো।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপির সহপ্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ বলেন, ঈদ-রমজানে যে ধরনের সাংগঠনিক তৎপরতা থাকে, সেটি চলছে। এলাকার অসহায় মানুষের মধ্যে জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। তিনি এলাকায়ও যাবেন, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে।
তরুণ নেতাদের মধ্যে বিএনপির সাবেক সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি ফেনী-৩ আসনে, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা-৭, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ঢাকা-১২, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু লক্ষ্মীপুর-৪, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম সিরাজগঞ্জ-৫, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল খান কুমিল্লা-৪, ছাত্রদলের সাবেক সহসভাপতি মোস্তফা খান সফরী চাঁদপুর-৩, শেখ মোহাম্মদ শামীম ব্রাহ্মণবাড়িয়া-২, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নাটোর-১, যুবদলের যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম নয়ন ভোলা-৪, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ঢাকা-১৪ এবং তরুণ ব্যবসায়ী নেতা বাহাউদ্দিন সাদী ঢাকা-১৮ আসনে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, বিএনপিতে এবার তরুণ মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা শতাধিক। এদের সবাই নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
পটুয়াখালী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ঈদ করতে এলাকায় যাচ্ছেন জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের আশঙ্কা দূর না হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হলে দেশে কোনো নির্বাচন হবে না। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে প্রচারণা এবং মানুষকে সংগঠিত করে গণআন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছি আমরা।
ঢাকা-৪ আসনে সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবীন বলেন, এলাকার জনগণই তার সুখ-দুঃখের উৎস। নেতাকর্মীসহ সবাইকে সাথে নিয়েই ঈদ করবেন তিনি। আর এতে করে সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।
নেত্রকোনা-২ আসনে দলের মনোনয়ন পেতে কাজ করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আনোয়ারুল হক। তিনি বলেন, এলাকায় আছি। নেতাকর্মী, সাধারণ মানুষ, সাংবাদিক সবার সাথে পৃথকভাবে ইফতার মাহফিল করেছি। নানাভাবে গণসংযোগ অব্যাহত রয়েছে। ঈদেও একই ধরনের ব্যস্ততা থাকবে।
নওগাঁ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এম এ মতিন বলেন, নিজ উপজেলা মান্দায় রমজানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের সংগঠিত করার কাজ চলছে। ঈদেও সেটি বজায় থাকবে।
ঢাকা-১০ আসনে মনোনয়নপ্রত্যাশী মহানগর দক্ষিণের নেতা, ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবি বলেন, ঈদকে ঘিরে আসলে পৃথক কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। এলাকার সন্তান হিসেবে সবসময়ই সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে আছি। তারাও আমাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
নেত্রকোনা-৫ আসনে মনোনয়নের আশায় দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কাজ করছেন সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরান। তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করাই আমার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি।
ময়মনসিংহ-৯ আসনে মনোনয়নপ্রত্যাশী তরুণ প্রবাসী ব্যবসায়ী মামুন বিন আব্দুল মান্নান বলেন, রমজানে ৭৯৫টি মসজিদে খেজুর বিতরণ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিলে অংশ নিয়েছি। ঈদেও নির্বাচনী গণসংযোগ অব্যাহত থাকবে।
বিএনপি সূত্রে জানা গেছে, এবার বেশির ভাগ সিনিয়র নেতাই ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে মহাসচিবের নেতৃত্বে ফুল ও দোয়া-মুনাজাতের পর নেতারা কারাবন্দী বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে জেল গেটে যাবেন। এরপর কেউ কেউ চলে যাবেন নিজ নিজ এলাকায়।

 


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল