২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তিন সিটি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা

-

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের জন্য আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, প্রার্থীদের ২৮ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। এর আগে ২৯ মে এই তিন সিটির নির্বাচনের মৌখিক তফসিল ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারির বিষয়টি সাংবাদিকদের জানান।
সচিব বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র, সংরতি আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৮ জুন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ থেকে ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।
রাজশাহী সিটি করপোরেশনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামকে, সিলেট সিটিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলীমুজ্জামানকে এবং বরিশাল সিটিতে আঞ্চলিক নির্বাচন আফিসার মো: মুজিবুর রহমানকে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে বলে জানান ইসি সচিব।

হেলালুদ্দীন জানান, রাজশাহীতে ১০ জন, বরিশালে ১০ জন ও সিলেটে ৯ জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পরে আপিল কর্তৃপ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।
ইভিএম নিয়ে সচিব বলেন, ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এই তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে। আর গাজীপুরের ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।
এই সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা কি প্রচারণা চালাতে পারবেন এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আজ শুধু তফসিল ঘোষণা করা হলো। এটা পরে আপনাদের জানানো হবে।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত

সকল