২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে খুবি শিক্ষক নিহত

- ছবি : সংগৃহীত

দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম অধ্যাপক মিজানুর রহমান (৬৫)। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অধ্যাপক মিজানুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন।

জানা যায়, মিজানুর রহমান ভোরে খুলনা স্টেশনের ৩নং প্ল্যাটফর্ম থেকে বেনাপোলগামী একটি ট্রেনে দৌড়ে উঠতে যান। ট্রেনে উঠতে যেয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে তার ডান হাত-পা কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, অধ্যাপক মিজানুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অধ্যাপক মিজানুর রহমানের মৃত্যুতে খুবি শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।


আরো সংবাদ



premium cement