১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বিরল প্রজাতির মেছোবাঘ নিয়ে বিপাকে পুলিশ

-

মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালঝুড়ি গ্রামের নবগঙ্গা নদী সংলগ্ন একটি বাগান থেকে বিরল প্রজাতির একটি মেছবাঘ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে গ্রামবাসীর পাতা ফাঁদে বাঘটি আটকের পর সেটিকে উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুর রহমান জানান, রাতে বিরল প্রজাতির জীবিত বাঘটি উদ্ধারের পর মাগুরা সদর থানার রাখা হয়েছে। বন বিভাগকে সেটি হস্তান্তর ও সংরক্ষণের জন্য জানানো হলেও রাতে তাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় বলে জানায় তারা।

হস্তান্তর করতে না পারায় বাঘটিকে বাঁশের চটার তৈরি খাঁচাসহ আসামিদের হাজত খানায় ভরে রেখেছেন বলে জানান তিনি।

ওসি সাইদুর আরো জানান, এ ধরনের বন্যপ্রাণী আটক বা সংরক্ষণে প্রয়োজনীয় সরঞ্জামসহ কৌশলের বিষয়ে পুলিশের তেমন কোনো ধারণা না থাকায় সেটি নিয়ে বিপাকে পড়েছেন তারা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement