২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শরণখোলায় শিক্ষার্থীদের দিয়ে ইট তোলানো সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

নাসির উদ্দিন মুক্তা - ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় শিক্ষার্থীদের দিয়ে ইট তোলানোয় ৫২ নং বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন মুক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন জানান, ওই প্রধান শিক্ষক দায়িত্বে অবহেলা করে শিক্ষার্থীদের দিয়ে ইট বহন করানোয় পঞ্চম শ্রেণীর ছাত্র মারুফ পড়ে গিয়ে তার হাত ভেঙ্গে যায়। তদন্তে ঘটনা প্রমাণ হওয়ায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আহত ছাত্র বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সুচিকিৎসার জন্য তার পরিবারকে উপজেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

গত সোমবার দুপুরে পঞ্চম শ্রেণীর ছাত্র মারুফ (১৩) প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের ইট বহনের সময় দোতলা থেকে পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সোমবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


আরো সংবাদ



premium cement

সকল