২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫৪ গরু-মহিষ আটক

- ফাইল ছবি

দামুড়হুদা সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল বেশ কয়েকটি অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশীসহ ২৯ টি গরু ও ২৫ টি মহিষ আটক করে শুক্রবার রাতে থানায় সোপর্দ করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যটালিয়ন (পরিচালক) অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান পি এস সি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জানান, দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তের ৮৯ পিলারের দুই শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের ফলেহার মণ্ডলের ছেলে রাজ্জাক মণ্ডল ও দামুড়হুদার পিরপুর গ্রামের সাবদুল আলির ছেলে শাহীনকে ২টি গরুসহ আটক করা হয়। পরে সীমান্তে টহলরত বিজিবি দল ঠাকুরপুর, চাকুলিয়া, মুন্সীপুর পৃথক পৃথক অভিযান চালিয়ে আরো ২৯টি গরু ও ২৩টি  গরু  মহিষ আটক করা হয়েছে।

রাতেই ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা এবং আটক গরু ও মহিষ দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement