১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় সাংবাদিক গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় দি নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনীর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিক মুনীর উদ্দিনের সহকর্মীরা জানান, গত রোববার রাতে মুনীর উদ্দিনকে নগরীর দোলখোলা এলাকার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে খুলনা থানা পুলিশ। এরপর সোমবার দুপুরে তার বিরুদ্ধে খুলনা থানার এসআই মো. শরিফুল আলম বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল জানান, ভোলার সাম্প্রতিক ঘটনা নিয়ে মুনীর উদ্দিন ফেসবুকে উস্কানিমূলক একাধিক পোস্ট দিয়েছেন।

এছাড়া তিনি বিভিন্ন সময় ফেসবুকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট দিয়েছেন। এসব কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ



premium cement