২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২

- ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে মাঝে পড়ে ১০ বছরের এক শিশু নিহত ও আহত হয়েছে আরো অন্তত ১২ জন।

নিহতে সাব্বির মিয়া (১০) নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

মোজ্জাম্মেল (৩০) ও আকবর মিয়া (৩০)সহ ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে মোজ্জাম্মেলকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

আহতের নাম ও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেত পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে সন্ধ্যায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হট্টগোল শুনে শিশু সাব্বির ঘটনাস্থলে গেলে সে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির।

রাণীগঞ্জ ইউপি সদস্য বজলু মিয়া সাব্বির নামের ওই শিশু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে নিহত হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বজলু মিয়া।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন পরিস্থিতি শান্ত রয়েছে।


আরো সংবাদ



premium cement